Tax Saving Tips

মিউচুয়াল ফান্ডের লাভের টাকাতেও রয়েছে আয়কর! বাঁচবেন কী ভাবে?

মিউচুয়াল ফান্ড থেকে কোনও আয় হলে তাতে কতটা আয়কর লাগে? কী বলছে আইন? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১১:৫২
Share:

প্রতীকী ছবি

আজকাল বিনিয়োগের বাজারে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়। শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে এখন অনেকেই মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। আবার সেখান থেকে দেদার মুনাফা লুটে নিচ্ছেন কেউ কেউ। তবে শুধু রোজগার করলেই হল না। এতে কিন্তু আয় যেমন আছে, তেমনই আছে আয়কর।

Advertisement

মিউচুয়াল ফান্ড থেকে কোনও আয় হলে তাতে কতটা আয়কর লাগে? কী বলছে আইন? জেনে নিন খুঁটিনাটি।

টাকার অঙ্ক, বিনিয়োগের মেয়াদ, কত লাভ হয়েছে– তার উপরে নির্ভর করে করের পরিমাণ। মিউচুয়াল ফান্ড ঋণ ভিত্তিক না ইক্যুইটি ভিত্তিক, করের হিসাব নির্ভর করে তার উপরেও।

Advertisement

আপনার মিউচুয়াল ফান্ডটি যদি ইক্যুইটি ভিত্তিক হয় এবং আপনি যদি সেখানে ১২ মাস অথবা তার থেকেও কম সময়ের জন্য বিনিয়োগ করেন, তা হলে আপনাকে ১৫ শতাংশ কর দিতে হবে। আর আপনি যদি ১২ মাসের বেশি সময়ের জন্য বিনিয়োগ করেন, তা হলে সেই করের পরিমাণ কমে আসে ১০ শতাংশে।

এ বার ধরে নেওয়া যাক কোনও ইক্যুইটি ভিত্তিক স্কিমে আপনি এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলেন। এবং সেই অর্থবর্ষে আপনার লাভ হল এক লক্ষ টাকা। তা হলে আপনার করের পরিমাণ হবে এক লক্ষ টাকার ১৫ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টাকা। কিন্তু এটাই যদি আপনি এক বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করতেন, তা হলে আপনাকে মাত্র ১০ শতাংশ কর দিতে হতো।

এ ছাড়াও ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে (ইএলএসএস) বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী আয়করে কিছু ছাড় পাওয়া যায়। তবে এই স্কিমে এক জন ব্যক্তি সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। এবং এই প্রকল্পে এই তিন বছরের লক-ইন ব্যবস্থা রয়েছে।


বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন