Personal Finance 2023

নিজের চিকিৎসার জন্যও আয়কর ছাড় পাবেন, খেয়াল রাখুন

এই ছাড় পেতে অবশ্য আপনাকে পুরনো আয়করের আওতায় থাকতে হবে। আয়করের ৮০ডি ধারায় আপনি এই ছাড় পেতে পারেন। এই খরচ সরাসরি আপনার আয় থেকে বাদ যাবে। আয়করের হিসাবের আগেই। তবে এই খরচ যার জন্য হবে তাঁর বয়স ৬০ বছরের বেশি হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৩:০৮
Share:

প্রতীকী ছবি

বছর শেষ হতে চলল। এ বার আয়করের হিসাব করার পালা। আবার গোটা বছরে আপনি নিজের অথবা বাবা-মায়ের চিকিৎসা করিয়েছেন। অনেক টাকা খরচ করেছেন। এতেও কিন্তু আপনি কর ছাড় পেতে পারেন। অবশ্যই শর্ত সাপেক্ষে।

Advertisement

এই ছাড় পেতে অবশ্য আপনাকে পুরনো আয়করের আওতায় থাকতে হবে। আয়করের ৮০ডি ধারায় আপনি এই ছাড় পেতে পারেন। এই খরচ সরাসরি আপনার আয় থেকে বাদ যাবে। আয়করের হিসাবের আগেই। তবে এই খরচ যার জন্য হবে তাঁর বয়স ৬০ বছরের বেশি হতে হবে।

তাই এই ছাড় হয় নিজের জন্য হবে, না হলে বাবা-মায়ের চিকিৎসার খাতে হবে। কারণ, সন্তানের বয়স ৬০ বছরের বেশি হওয়ার সম্ভাবনা কম এ ক্ষেত্রে।

Advertisement

তবে এই ছাড় পেতে গেলে যাঁর জন্য এই ছাড় দাবি করা হবে তাঁর নাম কিন্তু কোনও স্বাস্থ্য প্রকল্পে বা বিমায় থাকতে পারবে না।

এই দুই শর্ত মিলে গেলে চলতি অর্থবর্ষে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসাবাবদ খরচে আয়করে ছাড় পাওয়া যাবে। তবে চিকিৎসার টাকা নগদে মিটিয়ে থাকলে এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে না। অর্থাৎ চিকিৎসাবাবদ খরচের পাই-পয়সা হয় ক্রেডিট কার্ড, চেক, ডেবিট কার্ড নয়তো নেট ব্যাঙ্কিং মারফত করতে হবে। ইউপিআইতেও করা যাবে। কিন্তু নগদে একেবারেই নয়।

তবে চিকিৎসার খরচ আর স্বাস্থ্য পরীক্ষার খরচের জন্য ৮০ডি ধারায় আলাদা ব্যবস্থা আছে। চিকিৎসার জন্য খরচ আর স্বাস্থ্য রক্ষার জন্য খরচ আলাদা। প্রথমটার জন্য ছাড়ের হারও বেশি। পঞ্চাশ হাজার টাকা। আর দ্বিতীয়টার জন্য পাঁচ হাজার টাকা। আর এই পাঁচ হাজার টাকা নগদেও চোকানো যায়। এবং এর জন্য কোনও বয়সের নিম্নসীমা নেই।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন