টুকরো খবর

শল্য চিকিৎসার জন্য বিশেষ স্বাস্থবিমা বাজারে ছাড়ল বজাজ আলিয়ান্জ জেনারেল ইনশিওরেন্স। ‘সার্জিকাল প্রটেকশন প্ল্যান’ নামে ওই প্রকল্পের আওতায় ৬০০টি শল্য চিকিৎসা বা অপারেশনকে আনা হয়েছে। অপারেশন হলে এই পলিসিতে গ্রাহক একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে পাবেনই। ওই টাকা পাওয়ার বিষয়টি চিকিৎসার খরচের উপর নির্ভর করবে না।

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০০:৩২
Share:

শল্য চিকিৎসার বিশেষ বিমা

Advertisement

শল্য চিকিৎসার জন্য বিশেষ স্বাস্থবিমা বাজারে ছাড়ল বজাজ আলিয়ান্জ জেনারেল ইনশিওরেন্স। ‘সার্জিকাল প্রটেকশন প্ল্যান’ নামে ওই প্রকল্পের আওতায় ৬০০টি শল্য চিকিৎসা বা অপারেশনকে আনা হয়েছে। অপারেশন হলে এই পলিসিতে গ্রাহক একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে পাবেনই। ওই টাকা পাওয়ার বিষয়টি চিকিৎসার খরচের উপর নির্ভর করবে না। চিকিৎসার জন্য কম খরচ হলেও ওই নির্দিষ্ট অঙ্কের টাকাই গ্রাহকের হাতে তুলে দেবে সংস্থা। বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকা নির্দিষ্ট করা হয়েছে। নতুন ওই পলিসির আওতায় ১১টি প্রকল্পে বিমাকৃত অঙ্ক এক থেকে ১০ লক্ষ টাকা। গ্রাহক ইচ্ছা করলে অতিরিক্ত সুবিধা নিতে পারেন। তবে তার জন্য বাড়তি প্রিমিয়াম গুনতে হবে।

Advertisement

নয়া কিষাণ কার্ড

কৃষিঋণ গ্রাহকদের সুবিধা দিতে বিশেষ ‘কিষাণ কার্ড’ আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। যে কৃষকরা ব্যাঙ্কের থেকে ঋণ নেবেন, তাঁদের এই কার্ড দেওয়া হবে। তাঁরা এই কার্ড ব্যবহার করেই এটিএম থেকে ঋণের টাকা তুলতে পারবেন। তার জন্য আর ব্যাঙ্কের শাখায় যেতে হবে না। ঋণের মাত্রার মধ্যে প্রতি দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে। কৃষকরা যাতে প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement