দক্ষিণ-পূর্ব মেক্সিকো এবং উত্তর-মধ্য আমেরিকার একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে গড়ে উঠেছিল মায়া সভ্যতা। পৃথিবীর অসংখ্য ইতিহাসবিদের কাছে আজও এই সভ্যতা নিয়ে আজও অনেক ধোঁয়াশা রয়েছে। রয়েছে মতভেদও। এই সভ্যতার বেশ কিছু আবিষ্কার রীতিমতো চমকে দিয়েছে আধুনিক মানুষকেও। জ্যোতির্বিজ্ঞান এবং শল্য চিকিত্সায় সাংঘাতিক উন্নতি করেছিল এই সভ্যতা। আসুন জেনে নেওয়া যাক এই সভ্যতার সম্পর্কে এমন কিছু তথ্য যা আবিষ্কার করে প্রত্নতত্ববিদ থেকে ইতিহাসবিদরাও অবাক হয়ে গিয়েছেন।
আরও দেখুন...
৪০ দিনে ১৫টা দেশ ঘুরতে পারলেই রেকর্ড করবেন ইনি