শোলে সম্পর্কে এক ডজন কথা যা আপনি নাও জানতে পারেন

১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পির কালজয়ী সিনেমা শোলে। ১৫ আগস্ট তারিখটা যেমন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, তেমনই এই দিনে মুক্তি পাওয়া ‘শোলে’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটায়। ছবিটি একের পর রেকর্ড ভেঙেছে, গড়েছে অনেক নতুন রেকর্ড। মুক্তির পর চল্লিশ বছর পেরিয়ে এখনও জনপ্রিয় এই ছবিটি। একাধিক মহারথীকে নিয়ে তৈরি এই ছবিটি এক কথায় আল্টিমেট ক্লাসিক ফিল্ম অফ বলিউড। ‘শোলে’ কেবলই একটা সিনেমা নয়; এটা ভারতীয় সিনেমার মিথ। তাই বহুবার দেখেও পুরনো হয় না এ ছবি। জেনে নেব ছবিটির সম্পর্কে কিছু তথ্য যা হয়তো এখনও অনেকের কাছেই অজানা।

Advertisement
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৯:৪৩
Share:

‘শোলে’ ছবিতে জয়-বিরুর জুটি সকলের মনে জায়গা করে নেয়। জয়ের ভূমিকায় অমিতাভের অভিনয় সত্যিই ভোলার নয়। কিন্তু জানেন কি, জয়ের চরিত্রে আসলে অভিনয় করার কথা ছিল শত্রুঘ্ন সিনহার!

১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পায় রমেশ সিপ্পির কালজয়ী সিনেমা শোলে। ১৫ আগস্ট তারিখটা যেমন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, তেমনই এই দিনে মুক্তি পাওয়া ‘শোলে’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটায়। ছবিটি একের পর রেকর্ড ভেঙেছে, গড়েছে অনেক নতুন রেকর্ড। মুক্তির পর চল্লিশ বছর পেরিয়ে এখনও জনপ্রিয় এই ছবিটি। একাধিক মহারথীকে নিয়ে তৈরি এই ছবিটি এক কথায় আল্টিমেট ক্লাসিক ফিল্ম অফ বলিউড। ‘শোলে’ কেবলই একটা সিনেমা নয়; এটা ভারতীয় সিনেমার মিথ। তাই বহুবার দেখেও পুরনো হয় না এ ছবি। জেনে নেব ছবিটির সম্পর্কে কিছু তথ্য যা হয়তো এখনও অনেকের কাছেই অজানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন