জেলখানা-গরাদ-অন্ধকার-অপরাধ জগৎ। ভাবলেই গা শিউরে ওঠে। সেটাই যে দুর্দান্ত বেড়ানোর জায়গা হতে পারে ভেবেছেন কখনও?
পাহাড়ে, সমুদ্রে, জঙ্গলে তো অনেক ঘুরেছেন। কিন্তু জেল খানায় বেড়াতে যাওয়ার কথা কখনও মনেও আসেনি। জেলের নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকে। অনেকেই ভাবেন গুন্ডাদের আখড়ায় সাধ করে কেউ ঘুরতে যায় নাকি! কিন্তু একবার ট্রাই করতেই পারেন। ভারতের এই পাঁচ জেল দেখতে না গেলে কিন্তু মিস করবেন।