বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের সন্তানদের চেনেন?

তাঁদের বাবারা ক্রিকেট জগতের নামকরা ব্যক্তিত্ব। কেউ বলের প্যাঁচে বেকায়দায় ফেলেন প্রতিপক্ষকে, কেউ ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে ঝড় তোলেন। বাবারা মাঠের দাপটে জয় করেছেন ফ্যানদের হৃদয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৪৬
Share:

তাঁদের বাবারা ক্রিকেট জগতের নামকরা ব্যক্তিত্ব। কেউ বলের প্যাঁচে বেকায়দায় ফেলেন প্রতিপক্ষকে, কেউ ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে ঝড় তোলেন। বাবারা মাঠের দাপটে জয় করেছেন ফ্যানদের হৃদয়। কিন্তু কম যায় না তাঁদের সন্তানরাও। মাঠে না হোক নিজস্ব স্টাইলে ঘরোয়া ‘মেজাজ’-এই পুঁচকেরা বশ করেছেন তামাম দর্শককুলকে। কিন্তু কী ভাবে? গ্যালারির পাতায় চোখ রাখলেই মালুম হবে।

Advertisement

আরও পড়ুন: ১০ হাজার টাকার কমেও যে ফোনগুলোয় পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement