বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ বছর পূর্ণ করেছেন তিনি। আট বছর বয়সে আরএসএসের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোদী। তার ২৭ বছর পরে মোদীকে বিজেপিতে পাঠায় আরএসএস।
১৬ বছর বিজেপিতে সাংগঠনিক কাজ সামলানোর পরে মোদীর প্রশাসনিক যাত্রাপথ শুরু হয়। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী। তার পরে দেশের প্রধানমন্ত্রী।
দুইয়ে মিলে প্রশাসনিক যাত্রাপথেও তিনি কাটিয়ে ফেলেছেন ২৪ বছর। মোদীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বিজেপির তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই আবহেই একটি প্রশ্নকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হিসাবে কত টাকা বেতন পান মোদী? কত বেতন পান অন্য দেশের রাষ্ট্রপ্রধানেরা?
অনেকেরই ধারণা পদের গুরুত্ব যেমন, সে রকমই হয়তো প্রতি মাসে মোটা টাকা বেতন পান ভারতের প্রধানমন্ত্রী। দেখে নেওয়া যাক সেই ধারণা কতটা বাস্তব।
সরকারি নথি অনুযায়ী, প্রতি মাসে প্রধানমন্ত্রী মোদীর মূল বেতন ৫০,০০০ টাকা। প্রতি মাসে তিনি আনুষঙ্গিক ভাতা হিসাবে পান ৩,০০০ টাকা। দৈনিক ভাতা হিসাবে প্রতি মাসে ৬২,০০০ টাকা পান মোদী। নির্বাচনী ভাতা পান ৪৫,০০০ টাকা।
অর্থাৎ, এই সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদীর মাসিক বেতন প্রায় ১ লক্ষ ৬৬ হাজার টাকা। বার্ষিক বেতন প্রায় ২০ লক্ষ টাকা।
তবে বেতন ছাড়াও দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেশ কয়েকটি সুযোগ-সুবিধাও পান মোদী। এর মধ্যে রয়েছে নয়াদিল্লির ৭, লোককল্যাণ মার্গের সরকারি বাসভবন, ২৪ ঘণ্টা এসপিজি নিরাপত্তা, সরকারি বিমানে ভ্রমণের সুবিধা, অবসরগ্রহণের পর আজীবন পেনশন এবং চিকিৎসার সুবিধা।
এ বার দেখে নেওয়া যাক বিশ্বের অন্য দেশের রাষ্ট্রপ্রধানেরা মোটামুটি কত বেতন পান। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বার্ষিক ৬ লক্ষ ১৭ হাজার ডলার বেতন পান ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বার্ষিক মূল বেতন ৪ লক্ষ ডলার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় বেতন হিসাবে বছরে ৬ লক্ষ ২২ হাজার ডলার পান। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাষ্ট্রপ্রধান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি নাকি প্রতি বছর প্রায় ২৫ লক্ষ ডলার বেতন পান।
ক্রেমলিনের সরকারি নথি অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক বেতন বছরে ১ লক্ষ ৪০ হাজার ডলার।
অন্য দিকে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের বার্ষিক বেতন নাকি তুলনামূলক ভাবে কম, মাত্র ২২ হাজার ডলার।
প্রতিবেদন অনুযায়ী, সুইৎজ়ারল্যান্ডের প্রেসিডেন্টের বার্ষিক বেতন প্রায় ৮ লক্ষ ৭৭ হাজার ডলার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এক বছরের বেতন প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার ডলার।
নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের বার্ষিক বেতন ৪ লক্ষ ৭৪ হাজার ডলার বলে জানা গিয়েছে। আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার চলতি বছরে বেতন হিসাবে ৩ লক্ষ ৬৫ হাজার ডলার পাবেন বলে খবর।
ইউরোপ জুড়ে, রাষ্ট্রপ্রধানদের বেতন উল্লেখযোগ্য ভাবে পরিবর্তিত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ বছরে ৩ লক্ষ ২৪ হাজার ডলার এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বেতন পান প্রায় সাড়ে তিন লক্ষ ডলার।
কিন্তু অনেকেরই কৌতূহল, আর্থিক সঙ্কটের মুখে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ় শরিফ বছরে কত টাকা বেতন নেন সরকারের কাছ থেকে। খবর, পাক প্রধানমন্ত্রী হিসাবে বছরে প্রায় ২০ লক্ষ টাকা বেতন পান শহবাজ়।