Telangana

ঠিক সকাল সাড়ে ৮টা, প্রতি দিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায় এই শহর

তেলঙ্গানার নালগোন্ডা শহরে প্রতি দিন সকাল সাড়ে ৮টায় ৫২ সেকেন্ডের জন্য বাজানো হয় জাতীয় সঙ্গীত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৯
Share:
০১ ১২

ঘড়িতে ঠিক সকাল সাড়ে ৮টা। হঠাৎ থমকে গেল পুরো শহর।

০২ ১২

রাস্তায় গাড়ি-অটো চললেও সব দাঁড়িয়ে পড়ল ট্রাফিকের লালবাতি ছাড়াই।

Advertisement
০৩ ১২

বাজার থেকে শুরু করে ব্যস্ত রাস্তা, পথচলতি মানুষজন নিজেদের জায়গায় স্যালুট করে দাঁড়িয়ে পড়েন।

০৪ ১২

এটি তেলঙ্গনার একটি শহরের রোজকার দৃশ্য। কিন্তু কেন থেমে যায় গোটা শহর? আসলে সকাল সাড়ে ৮টার সময় শহর জুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত।

০৫ ১২

৫২ সেকেন্ড ধরে বাজে জাতীয় সঙ্গীত। ওই ৫২ সেকেন্ড রাস্তায় দাঁড়িয়ে থাকে আট পড়ে আশি।

০৬ ১২

তেলঙ্গানার এই শহরটির নাম নালগোন্ডা। ৭,১২২ বর্গ কিলোমিটার এলাকার এই শহরের জনসংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ৪১৬।

০৭ ১২

২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে শহরে।

০৮ ১২

‘জন গণ মন উৎসব সমিতি’র সভাপতি কার্নাতি বিজয়কুমার বন্ধুদের সাহায্যে শহরে এই নিয়ম চালু করেছেন।

০৯ ১২

বিজয়কুমারের দাবি, এর মাধ্যমে মানুষের মনে দেশভক্তি বাড়ে।

১০ ১২

নালগোন্ডা শহরের ১২টি মুখ্য প্রান্তে মাইকের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১১ ১২

নেটমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় শুরু হয়েছে চর্চা।

১২ ১২

ইতিমধ্যেই, নালগোন্ডা শহরের পার্শ্ববর্তী গ্রামগুলিতেও এই প্রথা চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement