ভিন গ্রহের অরোরার অপরূপ দৃশ্য

এই সৌরমণ্ডলের ভিন গ্রহ মানে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও প্লুটো থেকে অরোরা বোরিয়ালিস আর অস্ট্রালিস দেখতে কেমন লাগে, জানতে চান? সেই সব ভিন গ্রহ থেকে দেখা অরোরার একরাশ ছবি নিয়েই এই মনোরম অ্যালবাম।

Advertisement
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৪:০৩
Share:

বৃহস্পতি থেকে যেমন দেখতে লাগে অরোরা বোরিয়ালিস।

অরোরা বোরিয়ালিস আর অরোরা অস্ট্রালিস। আমা্দের এই গ্রহে খুবই পরিচিত নাম। পৃথিবীর দক্ষিণ আর উত্তর মেরুতে এই আলোর বর্ণালী এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। যা দেখতে দুই মেরুতে ছুটে যান লক্ষ লক্ষ মানুষ। সূর্য থেকে আসা সৌরঝড় বা সোলার উইন্ড যখন পৃথিবীর দুই মেরুতে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের ওপর এসে পড়ে, তখনই জন্ম হয় ওই অরোরার। কিন্তু, এত দিন আমাদের জানা-বোঝা ছিল পৃথিবীর অরোরা গুলিকেই। এই সৌরমণ্ডলের ভিন গ্রহ মানে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও প্লুটো থেকে সেই অরোরা দেখতে কেমন লাগে, জানতে চান? সেই সব ভিন গ্রহ থেকে দেখা অরোরার একরাশ ছবি নিয়েই এই মনোরম অ্যালবাম।

Advertisement

ছবি- নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

Advertisement

অরোরা কী, জানতে পড়ুন- তুমি না থাকলে আমাদের আর বাঁচাটাই হত না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন