Amitabh Bachchan

Bachchan-Govinda: ‘বিগ বি’-র চড় মারার হুমকি! সিনেমা থেকে সরে আসতে চান গোবিন্দ

তবে বিগ বি কেন এ রকম হুমকি দিয়েছিলেন? কানাঘুষোয় শোনা গিয়েছিল, এই সিনেমার একটি গান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না গোবিন্দ।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:৫২
Share:
০১ ১৮

বলিউডের দুই মহারথী অমিতাভ বচ্চন এবং গোবিন্দ। একাধিক সিনেমায় এক সঙ্গে অভিনয়ও করতে দেখা গিয়েছে।

০২ ১৮

১৯৬৯ সাল থেকে অভিনয় জগতে পা রাখার পর থেকে কখনও থেমে থাকেননি ‘বিগ বি’।

Advertisement
০৩ ১৮

৭৯ বছর বয়সে এসেও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। এমনকি তাঁর শেষ সিনেমা ‘ঝুন্ড’ও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

০৪ ১৮

গোবিন্দ বলিউডে পা রাখেন ১৯৮৬ সালে। প্রথম সিনেমা ‘লভ ৮৬’। তবে খুব শীঘ্রই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়ে অন্যতম সেরা নায়কের তকমা পান তিনি।

০৫ ১৮

১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খ্যাতির শিখরে ছিলেন গোবিন্দ। এর পর থেকেই ধীরে ধীরে ছন্দপতন হতে শুরু করে তাঁর। তবে নিন্দকেরা এর জন্য তাঁর দম্ভকেই দায়ী করেন।

০৬ ১৮

তবের খ্যাতির শিখরে থাকাকালীন ১৯৯৮ সালে এক সঙ্গে একটি সিনেমা করেন গোবিন্দ এবং অমিতাভ। বক্স অফিসে চরম সাফল্য পাওয়া এই সিনেমার নাম ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।

০৭ ১৮

জানেন কি এই সিনেমা করতে গিয়ে বিপদের মুখে পড়তে হয়েছিল পুরো সিনেমার দলকে। প্রায় বাতিল হতে বসেছিল শুটিং।

০৮ ১৮

তা-ও আবার যে সে কারণে নয়। স্বয়ং বিগ বি এবং গোবিন্দ-র সঙ্ঘাতে বন্ধ হতে বসেছিল এই সিনেমাটি।

০৯ ১৮

শ্যুটিং চলাকালীন গোবিন্দ এক সময় বিশ্রাম নিচ্ছিলেন। তখন হঠাৎই গোবিন্দর কাছে আসেন অমিতাভ।

১০ ১৮

গোবিন্দর কাছে এসে ‘বিগ বি’ বলেন, সিনেমাটি যদি বক্স অফিসে সফল না হয়, তা হলে তিনি গোবিন্দকে ছেড়ে কথা বলবেন না। এমনকি সিনেমা হিট না হলে গোবিন্দকে চড় মারার হুমকিও দেন অমিতাভ।

১১ ১৮

এই কথা শুনে যথেষ্ট ঘাবড়ে যান গোবিন্দ। এর পরই সিনেমার শ্যুটিং বাতিল করে দেন গোবিন্দ।

১২ ১৮

অনেক পরে এক সাক্ষাৎকারে গোবিন্দ এই ঘটনা জানিয়েছিলেন।

১৩ ১৮

তবে বিগ বি কেন এ রকম হুমকি দিয়েছিলেন? কানাঘুষোয় শোনা গিয়েছিল, এই সিনেমার একটি গান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না গোবিন্দ।

১৪ ১৮

গোবিন্দ মনে করেছিলেন এই গান বাজারে চলবে না। সেই কারণেই তিনি এই গানের শ্যুটিঙে গড়িমসি করছিলেন।

১৫ ১৮

আর তাতেই বেজায় চটে যান অমিতাভ। সোজা হুমকি দিয়ে বসেন গোবিন্দকে।

১৬ ১৮

এর পর পরিচালক ডেভিড ধবনের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয় এবং নতুন করে শ্যুটিং চালু করা হয়।

১৭ ১৮

বিগ বি এবং গোবিন্দ ছাড়াও, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তে রবিনা টন্ডন, রামিয়া কৃষ্ণন, অনুপম খের, শরৎ সাক্সেনা, সতীশ কৌশিক এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

১৮ ১৮

‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement