Baishakhi Banerjee

Sovan Baishakhi: জমিয়ে জামাইষষ্ঠী পালন বৈশাখীর, শোভনকে জামাই আদরে খাইয়ে মাথায় দিলেন স্নেহের পরশ

বিশেষ বান্ধবী দেখা দিলেন বিশেষ ভূমিকায়। শোভন চট্টোপাধ্যায়ের জামাইষষ্ঠী পালন হল গোলপার্কের বাড়িতে। সেই সব ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৯:৪৫
Share:
০১ ১৪

বিশেষ বান্ধবী দেখা দিলেন বিশেষ ভূমিকায়। শোভন চট্টোপাধ্যায়ের জামাইষষ্ঠী পালন হল গোলপার্কের বাড়িতে।

ছবি: ফেসবুক।

০২ ১৪

বৈশাখী জানিয়েছেন, এই দায়িত্ব তাঁর মায়ের হলেও তিনিই পালন করেছেন। মায়ের নির্দেশেই তাঁর সব আয়োজন।

ছবি: ফেসবুক।

Advertisement
০৩ ১৪

বৈশাখী রবিবারের অনুষ্ঠান পর্বের সব ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আর সেখানেই জানিয়েছেন তাঁর মা খুবই অসুস্থ। সে কারণেই তাঁর শাশুড়ির ভূমিকা পালন।

ছবি: ফেসবুক।

০৪ ১৪

শুধু শোভনকেই নয়, মেয়ে মহুলকেও বৈশাখী ষষ্ঠীর ভোজ খাইয়েছেন নিজের হাতে।

ছবি: ফেসবুক।

০৫ ১৪

বৈশাখী লিখেছেন, তাঁর মায়ের চোখে শোভন জামাইয়ের থেকেও বেশি করে সন্তান।

ছবি: ফেসবুক।

০৬ ১৪

দুর্গাপুজোর দশমীর দিনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিতে দেখা গিয়েছিল শোভনকে। সেটা বিবাহের স্বীকৃতি কি না, তা নিয়ে এখনও ওঁরা স্পষ্ট করে জানাননি। তবে বৈশাখী রবিবার জানালেন শোভন তাঁর মায়ের জামাই।

ছবি: ফেসবুক।

০৭ ১৪

সত্যি করেই একেবারে পঞ্চব্যঞ্জনে শোভনকে খাইয়েছেন বৈশাখী। ছিল এক থালা মিষ্টিও।

ছবি: ফেসবুক।

০৮ ১৪

রুপোর থালায় মিষ্টি সাজিয়ে দেন বৈশাখী। রুপোর গ্লাসেই জল। সেই সঙ্গে রুপোর চামচে করে ‘জামাই’ শোভনকে খাইয়েও দেন বৈশাখী।

ছবি: ফেসবুক।

০৯ ১৪

জামাই আদরে খাওয়ানোর পাশাপাশি একই সঙ্গে দেখা গিয়েছে, শোভনের মাথায় বৈশাখীর ‘স্নেহ’ ভরা পরশ রাখতে।

ছবি: ফেসবুক।

১০ ১৪

মিষ্টির পরে মূল ভোজ। নিজে হাতে পরিবেশন করেন বৈশাখী। বাটিতে বাটিতে সাজিয়ে দেন নানা পদ। তাতে মাছ, মাংসের পাশাপাশি ছিল নিরামিষ তরকারিও।

ছবি: ফেসবুক।

১১ ১৪

খাবার দিয়েই যে সরে গিয়েছেন তাও নয়। শাশুড়িরা যেমন করে থাকেন সেই ভাবে পাশে বসে শোভন ঠিক করে খেলেন কি না, সে দিকেও নজর রেখেছেন।

ছবি: ফেসবুক।

১২ ১৪

এত এত মিষ্টি, খাবার শোভন খেয়েছেন কি না, জানা যায়নি। তবে একটি ছবিতে দেখা যাচ্ছে, অনেক মিষ্টি দেখে রীতিমতো থতমত খেয়ে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন।

ছবি: ফেসবুক।

১৩ ১৪

একা বৈশাখী নন, তাঁর কন্যা মহুলও খাইয়ে দেন শোভনকে।

ছবি: ফেসবুক।

১৪ ১৪

শোভনের শাশুড়ি অর্থাৎ বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের মা প্রয়াত কস্তুরী দাসও এক সময় যত্ন করে জামাইষষ্ঠী পালন করতেন। এখন অবশ্য শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কই নেই শোভনের। বৈশাখীর হাতে রবিবারের জামাইষষ্ঠীর খবর শুনে রত্না অবশ্য কোনও মন্তব্য করতেই রাজি হননি।

ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement