Ronnie Screwvala

টুথব্রাশ বানিয়ে রোজগার করতেন, তিন খানের মিলিত সম্পত্তির চেয়েও বেশি টাকার মালিক বলিউডের ধনকুবের

আশির দশকে ভারতে কেব্‌ল টেলিভিশনের প্রসারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রনি। ১৯৮৫ সালে দূরদর্শন চ্যানেলে একটি অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বও পালন করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১০:০৬
Share:
০১ ১৩

বলিউডের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সম্প্রতি ভারতীয় ধনকুবেরদের তালিকায় নামও লিখিয়ে ফেলেছেন তিনি। শুধু তা-ই নয়, বলিপাড়ার তারকাদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যাঁর নাম এই তালিকায় জ্বলজ্বল করছে। শাহরুখ খান, সলমন খানদের মতো বলি তারকাদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন রনি স্ক্রুওয়ালা।

০২ ১৩

সম্প্রতি ফোর্বসের তরফে সারা বিশ্বের ধনকুবেরদের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ৩০২৮ জনের। তাঁদের মধ্যে ২০৫ জন ভারতীয়। সেই ভারতীয়দের মধ্যে বলিপাড়ার এক জন তারকারই নাম রয়েছে। তিনি হলেন রনি।

Advertisement
০৩ ১৩

১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম রনির। বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বইয়ে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন রনি। স্কুলে পড়াকালীন নাটকের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। একাধিক নাটকে অভিনয়ও করেছেন তিনি।

০৪ ১৩

বাণিজ্য নিয়ে স্নাতক হওয়ার পর টুথব্রাশ প্রস্তুতকারী সংস্থা গড়ে তোলেন রনি। কিন্তু ধীরে ধীরে বিনোদনজগতের দিকে ঝুঁকে পড়েন তিনি।

০৫ ১৩

আশির দশকে ভারতে কেব্‌ল টেলিভিশনের প্রসারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রনি। ১৯৮৫ সালে দূরদর্শন চ্যানেলে একটি অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বও পালন করেছেন তিনি।

০৬ ১৩

নব্বইয়ের দশকে একটি প্রযোজনা সংস্থা খোলেন রনি। কম সময়ের মধ্যে সেই ব্যবসা ফুলেফেঁপে ওঠে। মুভি স্টুডিয়ো, গেম স্টুডিয়োর পাশাপাশি সৃষ্টিশীল বিষয়বস্তু উৎপাদনকারী সংস্থাও (ক্রিয়েটিভ কন্টেন্ট) গড়ে তোলেন তিনি। ২০১২ সালে অবশ্য সেই সংস্থা কিনে নেয় ডিজ়নি।

০৭ ১৩

পাঁচ বছর পর ২০১৭ সালে একটি প্রযোজনা সংস্থা গড়ে তোলেন রনি। ‘স্বদেশ’, ‘রং দে বসন্তি’, ‘খোসলা কা ঘোসলা’, ‘কেদারনাথ’, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’, ‘স্যাম বাহাদুর’-এর মতো একাধিক সফল ছবি প্রযোজনা করেছে রনির সংস্থা।

০৮ ১৩

প্রযোজনা সংস্থা ছা়ড়াও একাধিক সংস্থার মালিকানা রয়েছে রনির। ফোর্বসের সূত্র অনুযায়ী, বর্তমানে রনির মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৯৯৬ কোটি টাকা।

০৯ ১৩

সম্পত্তির তুলনায় বলিপাড়ার ধনী তারকাদের টেক্কা দিয়েছেন রনি। জানা গিয়েছে, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৬৭১ কোটি টাকা।

১০ ১৩

সম্পত্তির দিক থেকে রনির চেয়ে পিছিয়ে রয়েছেন বলিউডের দুই খানও। ফোর্বস সূত্রে খবর, সলমনের মোট সম্পত্তির পরিমাণ ৩৯ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৩৭৯ কোটি টাকা।

১১ ১৩

বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সম্পত্তিও রনির তুলনায় কম। জানা গিয়েছে, আমিরের মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৯০৭ কোটি টাকা।

১২ ১৩

বলিউডের তিন খানের সম্পত্তি যোগ করেও তা রনির মোট সম্পত্তিকে টেক্কা দিতে পারেনি। এমনকি বলিউডের জনপ্রিয় ছবিনির্মাতা আদিত্য চোপড়ার সম্পত্তিও রনির চেয়ে কম।

১৩ ১৩

বলিপাড়া সূত্রে খবর, আদিত্যের মোট সম্পত্তির পরিমাণ ৮০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৯৩৮ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement