পাখি সব করে রব

মহানগরের একেবারে কোল ঘেঁষে নরেন্দ্রপুরে ১৭ একর জমি নিয়ে রয়েছে ‘চিন্তামণি কর পক্ষী অভয়ারণ্য’। কেবল পাখি নয় বিভিন্ন ধরণের ফার্ন, অর্কিড, প্রজাপতি, বেজি, গোসাপ, বন বিড়াল, সিভেট আর বহু প্রজাতির প্রজাপতির দেখা মেলে এখানে। আগে এই ছোট্ট জঙ্গলটি ‘কয়ালের বাগান’ নামেই পরিচিত ছিল। শিল্পী চিন্তামণি কর দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে একে অভয়ারণ্যের মর্যাদা দেন।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৫৪
Share:

পার্পল সান বার্ড।

মহানগরের একেবারে কোল ঘেঁষে নরেন্দ্রপুরে ১৭ একর জমি নিয়ে রয়েছে ‘চিন্তামণি কর পক্ষী অভয়ারণ্য’। কেবল পাখি নয় বিভিন্ন ধরণের ফার্ন, অর্কিড, প্রজাপতি, বেজি, গোসাপ, বন বিড়াল, সিভেট আর বহু প্রজাতির প্রজাপতির দেখা মেলে এখানে। আগে এই ছোট্ট জঙ্গলটি ‘কয়ালের বাগান’ নামেই পরিচিত ছিল। শিল্পী চিন্তামণি কর দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে একে অভয়ারণ্যের মর্যাদা দেন। ১৯৮২ সালে খাতায়-কলমে অভয়ারণ্য হলেও ২০০৫ সালে পশ্চিমবঙ্গ সরকার জমিটি হাতে নিয়ে একে চিন্তামণি করের নামাঙ্কিত করে। এখানে প্রবেশ মূল্য ৫০ টাকা। ক্যামেরার জন্য অতিরিক্ত টাকা লাগে না। ভিতরে দেখা মেলা পাখিদের মধ্যে রয়েছে ব্ল্যাক ন্যাপ়ড মনার্ক, প্যারাডাইজ ফ্লাইক্যাচার, কমন হক কুক্কু, কমলা বুকের সবুজ পায়রা, এমারেল্ড ঘুঘু, স্পটে়ড ঘুঘু, নাইটজার, ক্রেস্টে়ড সার্পেন্ট ইগল, লেসার ও গ্রেটার ফ্লেমব্যাক, বিভিন্ন ধরণের থ্রাস, টুনটুনি, সানবার্ড, ব্যাবলার, ফিঙে, উডকক, হাঁড়িচাচা, পেঁচা, মেছো ইগল, লার্জ বিলড রিড ওয়ার্বলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement