বছরের প্রথম থেকে শেষ সারা বিশ্বে চলেছে নাশকতা। কখনও নাইটক্লাবে, কখনও আবার বিমানবন্দরে তো আবার কখনও বিশ্ববিদ্যালয়ে। সব জায়গাতেই বলিদান দিতে হয়েছে মানুষকে, প্রাণ গিয়েছে বহু নিরীহ মানুষের। একনজরে দেখে নেওয়া যাক সারা বছরে বিশ্বের কোথায় কোথায় নাশকতা হয়েছে।