Deepika Padukone

রেস্তরাঁর বিল মেটাতে বলায় সম্পর্ক ভেঙে দেন দীপিকা! প্রাক্তন প্রেমিককে ‘বিরক্তিকর’ বলে ‘পাগল’ তকমা পান নায়িকা

বর্তমানে সুখের সংসার দীপিকা-রণবীরের। এক বছর আগে কন্যা দুয়ার জন্ম দিয়েছেন তিনি। কন্যার এক বছরের জন্মদিনে কেক তৈরি করেও খবরে এসেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৩
Share:
০১ ১৬

দীপিকা পাড়ুকোন। বর্তমানে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দামি নায়িকা তিনি। তাঁর জীবনে ‘বসন্ত’ হয়ে কখনও এসেছেন রণবীর কপূর, আবার কখনও একদা শিল্পপতি বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। বর্তমানে অভিনেতা রণবীর সিংহের সঙ্গে সুখে ঘরকন্যা করছেন তিনি। মায়ের দায়িত্বও সামলাচ্ছেন।

০২ ১৬

রণবীরের আগে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি দীপিকার। ২০১৮-র নভেম্বরে রণবীর সিংহের গলায় মালা দেন। এক বছর হল মা-ও হয়েছেন।

Advertisement
০৩ ১৬

কিন্তু এক সময় মাল্য-পুত্র সিদ্ধার্থের সঙ্গে দীপিকার প্রেম চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কাদা ছোড়াছুড়িও হয়। বিতর্ক তৈরি হয় বিস্তর।

০৪ ১৬

সিদ্ধার্থের সঙ্গে এক সময় গদগদ প্রেম ছিল দীপিকার। রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে টাটকা বাতাসের মতো এসেছিলেন সিদ্ধার্থ।

০৫ ১৬

ডিনার ডেট থেকে আইপিএলের ভিআইপি স্ট্যান্ডে আচমকা দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুম্বন— কোনও কিছুই নজর এড়ায়নি ছবিশিকারিদের।

০৬ ১৬

এ হেন জুটির সম্পর্কের শেষটা ছিল তিক্ততায় ভরা। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ায় দীপিকা আঙুল তুলেছিলেন সিদ্ধার্থের দিকে। পাল্টা জবাব দিয়েছিলেন সিদ্ধার্থও।

০৭ ১৬

কিন্তু অনেকেরই হয়তো অজানা যে, ‘পাঠান’ অভিনেত্রী এক বার একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের আচরণ ‘বিরক্তিকর’ বলে সমালোচনা করেছিলেন!

০৮ ১৬

এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, যত দিন যাচ্ছিল, ততই বদলে যাচ্ছিলেন সিদ্ধার্থ। মতের অমিলও হচ্ছিল।

০৯ ১৬

সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘‘সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ওর আচরণ ছিল খুবই বিরক্তিকর।’’

১০ ১৬

দীপিকা আরও বলেছিলেন, ‘‘শেষ বার আমরা ডিনার ডেটে দেখা করেছিলাম। রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। খাওয়ার পর সিদ্ধার্থ আমায় হঠাৎই বিল মেটাতে বলে। ব্যস। ওই দিনই শেষ। সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসি আমি। বিষয়টি আমার কাছে খুবই লজ্জার ছিল। সম্পর্ক শেষ করা ছাড়া আমার আর কোনও উপায় ছিল না।’’

১১ ১৬

চুপ থাকেননি সিদ্ধার্থও। দীপিকাকে ‘পাগল মহিলা’ বলে কটাক্ষ করেছিলেন মাল্য-পুত্র। সিদ্ধার্থ পাল্টা দাবি করেছিলেন, সম্পর্কে যে কী খামতি ছিল, তা কোনও দিনই বুঝে উঠতে পারেননি দীপিকা।

১২ ১৬

সিদ্ধার্থ বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম, বাবার যাবতীয় ঋণের বোঝা মিটে গেলে ওর সব টাকা আমি ফিরিয়ে দেব। কিন্তু ও সম্পর্কে থাকতে রাজিই ছিল না।’’

১৩ ১৬

সিদ্ধার্থ আরও যোগ করেছিলেন, ‘‘দীপিকা হয়তো ভুলেই গিয়েছিল এক সময় আমিই ওকে হিরের গয়না, দামি ব্যাগ কিনে দিয়েছিলাম। ওর বন্ধুদের জন্য পার্টি, বিদেশভ্রমণ... কিছুই কি মনে নেই ওর?’’

১৪ ১৬

পুরো বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দীপিকার সমর্থনে গলা ফাটিয়েছিলেন তাঁর তামাম ভক্তকুল।

১৫ ১৬

যদিও সমানাধিকার নিয়ে বারেবারেই সওয়াল করা দীপিকা কেন এমনটা বলেছিলেন তা নিয়েও হয়েছিল বিতর্ক।

১৬ ১৬

যুক্তি, পাল্টা যুক্তি যদিও অতীত। বর্তমানে সুখের সংসার দীপিকা-রণবীরের। এক বছর আগে কন্যা দুয়ার জন্ম দিয়েছেন তিনি। কন্যার এক বছরের জন্মদিনে কেক তৈরি করেও খবরে এসেছিলেন দীপিকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement