কেন দশ হাতে দশ অস্ত্র নেন মা দুর্গা?

আজ চতুর্থী। আর দু’টো রাত পোহালেই সপ্তমীর সকাল। ঢাক বাজবে, নবপত্রিকা স্নান করবে, কলা বউ সেজে উঠবে লাল পেড়ে সাদা শাড়িতে, প্রাণ প্রতিষ্ঠা হবে মা দুর্গার দেহে, মৃন্ময়ী মা ধীরে ধীরে চিন্ময়ী রূপ ধারণ করবেন। মায়ের দশ হাতে শোভা পাবে চকচকে দশটি অস্ত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ১৬:২৩
Share:

আজ চতুর্থী। আর দু’টো রাত পোহালেই সপ্তমীর সকাল। ঢাক বাজবে, নবপত্রিকা স্নান করবে, কলা বউ সেজে উঠবে লাল পেড়ে সাদা শাড়িতে, প্রাণ প্রতিষ্ঠা হবে মা দুর্গার দেহে, মৃন্ময়ী মা ধীরে ধীরে চিন্ময়ী রূপ ধারণ করবেন। মায়ের দশ হাতে শোভা পাবে চকচকে দশটি অস্ত্র। কোনও হাতে শঙ্খ, কোনও হাতে সাপ, কোনও হাতে তীর-ধনুক, কোনও হাতে ত্রিশূল। এই সবক’টি অস্ত্রের সাহায্যেই নাকি অসুর নিধন করেছিলেন দেবী দুর্গা। কিন্তু শুধু তাই নয়, মা দুর্গার হাতের প্রতিটি অস্ত্রেরই আলাদা আলাদা অর্থ রয়েছে। কোন অস্ত্রের কী মানে জানেন? কেনই বা এই অস্ত্রগুলো থাকে মায়ের হাতে? আসুন জেনে নেওয়া যাক গ্যালারি থেকে।

Advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোয় এ গুলো মিস করলে বাঙালির মনখারাপ...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement