Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

অভিনয়ের তুলনায় বিতর্ক এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের কারণেই আলোচিত এই নায়িকা

1/10

অভিনয়ের থেকে গুঞ্জনই ছিল তাঁর কেরিয়ারে বেশি আলোচিত। নায়িকা হিসেবে ধূমকেতুর মতো উত্থান। আবার ইন্ডাস্ট্রি থেকে মিলিয়েও যান আচমকাই। নয়ের দশকের সাড়া জাগানো নায়িকা সুমন রঙ্গনাথন।

1/10

১৯৭৪ সালের ২৬ জুলাই সুমনের জন্ম কর্নাটকে। তাঁর প্রথম ছবি ‘সিবিআই শঙ্কর’ মুক্তি পায় ১৯৮৯ সালে। কন্নর এই ছবি হিট করেছিল। অভিনয় করেছেন হিন্দি ছাড়াও বিভিন্ন দক্ষিণী ভাষার ছবিতে।

1/10

বেশির ভাগ হিন্দি ছবিতেই অভিনয় করেছেন পার্শ্বনায়িকা হিসেবে। সেগুলির মধ্যে অন্যতম ‘ফরেব’, ‘আ অব লট চলে’ এবং ‘বাঘবান’। ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে সুমন অভিনয় করেছিলেন শাহরুখ খানের বোনের ভূমিকায়।

1/10

বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে সুমনের। মডেলিং-এর দিনগুলিতে সুমন ঘনিষ্ঠ ছিলেন ফারহান আখতারের। তাঁর সঙ্গে সিরিয়াস সম্পর্ক চেয়েছিলেন ফারহান। কিন্তু শোনা যায়, সুমনই সেই মুহূর্তে বয়সে ছোট ফারহানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

1/10

ছবিতে অভিনয় শুরু করার পরে সুমনের জীবনে আসেন রাহুল রায়। দু’জনে লিভ ইন-ও করতেন। তাঁদের বিয়ে হবে বলেও জোরদার হয় গুঞ্জন। কিন্তু তার মধ্যেই সম্পর্ক ভেঙে দেন দু’জনে। তবে বিচ্ছেদের পরেও দীর্ঘ দিন তাঁদের বন্ধুত্ব অটুট ছিল।

1/10

এর পর ইন্ডাস্ট্রির বাইরে, একাধিক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুমন। কিন্তু কোনওটাই দীর্ঘস্থায়ী হয়নি। ইতিমধ্যে প্রযোজক বান্টি ওয়ালিয়ার সঙ্গে সুমনের সম্পর্ক শুরু। দু’জনে বিয়ে করেন ২০০৬ সালে।

1/10

তবে তাঁদের বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র আট মাস। প্রকাশ্যে চলে এসেছিল তাঁদের দাম্পত্য-বিবাদ। বান্টির অভিযোগ ছিল, বিয়ের পরেও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল সুমনের।

1/10

সুমনের বিরুদ্ধে বান্টির আরও অভিযোগ ছিল, তিনি মূল্যবান অলঙ্কার ও অর্থ নিয়ে চলে গিয়েছেন।

1/10

চলতি বছর জুনে দ্বিতীয় বিয়ে করেছেন সুমন। তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন। তাঁর নাম সজন চিন্নাপ্পা। পেশায় কফি প্ল্যান্টার।

1/10

অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতা এবং টেলিভিশনে রিয়েলিটি শো-এ বিচারকের দায়িত্বও পালন করেছেন সুমন।

Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper