মরা গাছে এই ভাবেই প্রাণের সঞ্চার করেন জাপানি শিল্পী
মরা গাছে প্রাণের সঞ্চার করতে হয়তো তাঁর মতো কেউ পারেন না। যে গাছ বয়সের ভারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ঝড়ের দাপটে প্রাণ খুইয়ে মুখ থুবড়ে পড়েছে, তাকে সযত্নে তুলে নিয়ে আসেন জাপানি শিল্পী নাগাতো ইওয়াসাকি।