new year 2026

নতুন বছরে দেবগুরুর কৃপায় বর্ষাবে অর্থ! চাকরি, ব্যবসায় প্রভূত উন্নতি, ২০২৬-এ ভাগ্য বদলাবে কোন চার রাশির?

২০২৬ সালে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এই রাশি পরিবর্তনের ফলে মোট চারটি রাশির উপর বর্ষাবে সৌভাগ্যের ধারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯
Share:
০১ ১৬

নতুন বছরে বৃহস্পতির সুপ্রভাব পড়তে চলেছে বিশেষ কয়েকটি রাশির উপর। ২০২৬ সালে বৃহস্পতির গোচরের ফলে আর্থিক ভাবে লাভবান হবেন রাশিচক্রে থাকা কিছু রাশি। বছরের প্রথম থেকে চারটি রাশির প্রতি সদয় হবেন দেবগুরু। অনেকেই হয়তো জানেন না ধনসম্পত্তির কারক গ্রহ হল বৃহস্পতি।

০২ ১৬

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁর ভাগ্যে দেবগুরু বৃহস্পতি সদয় হন, তাঁর ভাগ্য হয় যেন সোনায় মোড়া। আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটি এমন রাশি রয়েছে যাঁদের ভাগ্যে বৃহস্পতি সর্বদা তুঙ্গে থাকে। দেবগুরু যেন এঁদের ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছেন। এর ফলে এঁদের ধনসম্পদ, প্রতিপত্তি বৃদ্ধি পায় খুব সহজে।

Advertisement
০৩ ১৬

সূর্য, মঙ্গল, রাহু ও কেতুর মতো গ্রহগুলি যেমন তাদের স্থান পরিবর্তন করতে চলেছে তেমনই বৃহস্পতির গোচরের ঘটনা ঘটতে চলেছে আগামী বছরে। শনির মতো বৃহস্পতিও ধীরগতির গ্রহ। ২০২৬ সালে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।

০৪ ১৬

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরুর স্থান দেওয়া হয়। এ ছাড়াও বৃহস্পতি জ্ঞান, সম্পদ, সুখ, সন্তান, ধর্মজ্ঞান, পরিতৃপ্তি দান করেন। নতুন বছরে ‘হাতে চাঁদ’ পেতে চলেছেন কয়েকটি রাশির ব্যক্তিরা। আর এর সবটাই হবে বৃহস্পতির শুভ প্রভাবে। নতুন বছরে বৃহস্পতি প্রথমে কর্কট রাশিতে প্রবেশ করবে তার পর প্রবেশ করবে সিংহ রাশিতে।

০৫ ১৬

এই রাশি পরিবর্তনের ফলে মোট চারটি রাশির উপর বর্ষাবে সৌভাগ্যের ধারা। আসুন দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন রাশি রয়েছে যাদের নতুন বছরের শুরুতেই অর্থের বর্ষা নেমে আসবে।

০৬ ১৬

কর্কট রাশি: তালিকার প্রথমেই জ্বলজ্বল করছে কর্কট রাশির নাম। এই বছরটিতে যেন কর্কট রাশির জাতক-জাতিকারা লটারি পাওয়ার মতো সুযোগ পেতে চলেছেন। এমনিতেই কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে দেবগুরুর আশীর্বাদ সব সময় থাকে। এঁদের জীবনে অর্থের অভাব খুব একটা দেখা যায় না।

০৭ ১৬

দেবগুরুর প্রভাবে কর্কট জাতক-জাতিকাদের জীবনে অর্থের বান ডাকতে পারে। নতুন বছরটি আশাতীত ভাবে শুভ ফল দান করবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদেরা। ধনসম্পত্তি বাড়বে, পুরনো সম্পত্তি থেকেও লাভবান হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। একাধিক উপায়ে অর্থাগম হতে পারে।

০৮ ১৬

কেরিয়ারের দিক থেকে শুভ যোগ আসতে চলেছে। বৃহস্পতির অবস্থান ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে নতুন বছরে। চাকরি পরিবর্তন করতে চাইলে সেই সুযোগও দরজায় ক়়ড়া নাড়বে কর্কট জাতক-জাতিকাদের। পদোন্নতি ঘটতে পারে। কেরিয়ারের জন্য নতুন পরিকল্পনা করলে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা।

০৯ ১৬

সিংহ রাশি: কর্কটের পরে সিংহ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। বৃহস্পতির গোচর সিংহ রাশির জীবনে আনতে চলেছে পজ়িটিভ পরিবর্তন। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বজায় থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হতে চলেছে সিংহ রাশির জীবনে। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রে লাভবান হবেন জাতক-জাতিকারা।

১০ ১৬

কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি লাভ করার প্রবল যোগ রয়েছে সিংহ রাশির ব্যক্তিদের। ব্যক্তিত্বের উন্নতি হবে। কর্মক্ষেত্রে নেতৃত্বদানের দক্ষতা নজর কাড়বে পেশাক্ষেত্রে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ পাবেন। এ ছাড়াও নতুন বিনিয়োগ করার জন্য নতুন বছরটি শুভ বলে গণ্য হবে।

১১ ১৬

প্রেমের জীবন খুবই ভাল চলবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। দাম্পত্যজীবনে মধুরতা বাড়বে। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য মিটে যেতে পারে। এককথায় সিংহ রাশির জাতকদের জীবনে অর্থ ও সাফল্যের বান ডাকতে পারে। অর্থকষ্ট কেটে যাওয়ার ফলে মানসিক চাপও কমে যাবে। সাংসারিক জীবন সুখে কাটবে।

১২ ১৬

যারা দেবগুরুর কৃপা লাভ করবে সেই বাকি দুই রাশি হল ধনু ও মীন। বৃহস্পতি নিজেই এই উভয় রাশির অধিপতি। ফলে, বৃহস্পতির ঊর্ধ্বগতি এই দুই রাশির জন্য শুভ ফল দান করবে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র। বৃহস্পতি নতুন বছরের অধিপতি হওয়ায় ধনু এবং মীন রাশির জাতক-জাতিকার অর্থভাগ্য ফুলেফেঁপে উঠবে।

১৩ ১৬

ধনু রাশি: বৃহস্পতির আশীর্বাদ জাতকদের জন্য নতুন বছরে সুসময়ের বার্তা বয়ে আনবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির ফলে জীবনে স্বস্তি বাড়বে। যে কোনও বড় মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে আগামী বছরে।

১৪ ১৬

আয় বৃদ্ধি ঘটার ফলে আর্থিক বিষয়গুলি স্থিতিশীল থাকবে। খরচ কমবে। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। পুরনো বিনিয়োগ থেকে ভাল লাভের সম্ভাবনা রয়েছে। ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে পৈতৃক সম্পত্তি থেকেও অর্থের আগমন ঘটতে পারে। কঠোর পরিশ্রমের ফল দান করবে বৃহস্পতি। বিদেশ ভ্রমণের যোগ আছে।

১৫ ১৬

মীন রাশি: এই রাশির জন্য সৌভাগ্যের বছর হতে চলেছে ২০২৬ সাল। বৃহস্পতি মীন রাশির জন্য স্বস্তি ও আর্থিক স্থিতি, সব দিক দিয়েই শুভ বার্তা বয়ে আনবে। মানসিক উদ্বেগ কমে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের উৎস বৃদ্ধি পাবে। বন্ধ হয়ে যাওয়া দরজাগুলি খুলে যেতে পারে নতুন বছরে।

১৬ ১৬

ব্যবসা ও বিনিয়োগের আদর্শ সময় আসবে ২০২৬ সালে। ব্যয় নিয়ন্ত্রিতই থাকবে। ব্যয় করার পরও অর্থের জোগান কমবে না। জীবনে সুখ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। আর্থিক উন্নতি স্বস্তি দেবে মীন রাশিকে। কেরিয়ারে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে স্বীকৃতি পাবেন। ভারসাম্য আসবে জীবনে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement