উচ্চতা ছ’ফুটের বেশি। লম্বা, ছিপছিপে চেহারার অভিনেতার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেতেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের। সত্তরের দশকে বড় পর্দার মাধ্যমে অভিনয় শুরু করলেও তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ছোট পর্দার ‘অমিতাভ বচ্চন’। টেলি অভিনেতা কনওয়লজিৎ সিংহ ওয়ালিয়ার নামও জড়িয়ে পড়েছিল বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নায়িকাদের সঙ্গে।
১৯৭৭ সালে ‘শঙ্কর হুসেন’ নামের হিন্দি ছবিতে অভিনয় করে বড় পর্দায় পা রেখেছিলেন কনওয়লজিৎ। তার পর পাঁচ বছরের বিরতি। ১৯৮২ সালে ‘সত্তে পে সত্তা’ ছবির হাত ধরে আবার বড় পর্দায় দেখা যায় কনওয়লজিৎকে। কেরিয়ারের দ্বিতীয় ছবি অমিতাভের সঙ্গে।
আশির দশক থেকে ছোট পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে কম সময়ের মধ্যে পরিচিতি গড়ে তুলেছিলেন কনওয়লজিৎ। চেহারার সঙ্গে সাদৃশ্য থাকায় অনেকেই তাঁকে ছোট পর্দার ‘অমিতাভ বচ্চন’ বলে উল্লেখ করতেন। কিন্তু সেই অমিতাভকে দেখে নাকি বেজায় ভয় পেতেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে কনওয়লজিৎ বলেছিলেন, ‘‘অমিতাভ বচ্চনের মতো বড় তারকার সঙ্গে ‘সত্তে পে সত্তা’ ছবির শুটিং করছি। আমার তো ভেবেই ভয় লাগত। শুটিং শেষ হওয়ার পর মাঝেমাঝেই তিনি আমাদের হোটেলে আসতেন। সকলে একসঙ্গে স্নুকার খেলতাম। কোনও ভাল শট দেওয়ার পর আমি ভয়ে ভয়ে থাকতাম। অমিতাভের দিকে তাকিয়ে ক্ষমাও চাইতাম। ভাবতাম কোনও ভুল করে ফেলেছি। কিন্তু অমিতাভ আমায় বকা দিতেন না। বরং পিঠ চাপড়ে বলতেন যে ক্ষমা চাওয়ার কিছু নেই এবং আমি ভালই খেলেছি।’’
১৯৮৮ সালে বলিউডের জনপ্রিয় নায়ক অশোক কুমারের নাতনি এবং বলিপাড়ার এক সময়ের ডাকসাইটে অভিনেত্রী অনুরাধা পটেলকে বিয়ে করেন কনওয়লজিৎ। তবে বলিউডের একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।
বলিপাড়ার গুঞ্জন, বলি অভিনেত্রী জ়ীনত আমনের সঙ্গে নাকি বাগ্দান পর্ব সেরে ফেলেছিলেন কনওয়লজিৎ। আংটিবদলের পর তাঁদের বিয়ে ভেঙে গিয়েছিল। এই প্রসঙ্গে অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এমন কিছুই হয়নি। তাঁদের নামে গুজব ছড়ানো হয়েছিল।
এক সময় কানাঘুষো শোনা যাচ্ছিল যে, বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ওয়াহিদা রহমান নাকি কনওয়লজিৎকে বিয়ে করে ফেলেছেন। কিন্তু এ তথ্যও নাকি সম্পূর্ণ মিথ্যা। ওয়াহিদাকে বিয়ে করার প্রসঙ্গে তেমনটাই জানিয়েছিলেন অভিনেতা।
ওয়াহিদা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কনওয়লজিৎ জানিয়েছিলেন যে, ১৯৭৪ সালে কমলজিৎ নামের এক অভিনেতাকে বিয়ে করেছিলেন ওয়াহিদা। কোনও কোনও বিনোদন পত্রিকা কমলজিতের সঙ্গে কনওয়লজিতের নাম গুলিয়ে ফেলেছিল। সেখান থেকেই হয়েছিল ঝামেলার শুরু।
নাম গুলিয়ে যাওয়ার কারণে অনেকেই ভেবে ফেলেছিলেন যে, কনওয়লজিৎকে বিয়ে করে ফেলেছেন ওয়াহিদা। সেই খবর ঝড়ের গতিবেগে চারদিকে ছড়িয়ে পড়তেও দেরি হয়নি। পরে অবশ্য এই ভুল ধারণা ভেঙে যায়।
বলিউডের জনশ্রুতি, বলি অভিনেত্রী নীনা গুপ্তের সঙ্গে নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কনওয়লজিৎ। নব্বইয়ের দশকে ‘সাঁস’ নামের এক হিন্দি ধারাবাহিকে কনওয়লজিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন নীনা। তখন কনওয়লজিৎ বিবাহিত।
‘সাঁস’ ধারাবাহিকে কনওয়লজিৎ এবং নীনার সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরেছিল। কানাঘুষো শোনা যেতে থাকে যে, ক্যামেরার পিছনেও নাকি তাঁদের সম্পর্ক গাঢ় হতে শুরু করেছিল। দুই তারকা নাকি গোপনে সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন।
যদিও বলিপাড়ার একাংশের দাবি, কনওয়লজিৎ এবং নীনার মধ্যে শুধুমাত্র পেশার খাতিরে বন্ধুত্ব ছিল। তার বাইরে আর কিছুই ছিল না। পরকীয়া নিয়ে মিথ্যা খবর রটানো হয়েছিল।
অভিনেতা হিসাবে জনপ্রিয় হয়ে উঠলেও কনওয়লজিৎ কিন্তু এই পেশা নিয়ে এগোতে চাননি। বলিপাড়া সূত্রে খবর, বায়ুসেনায় কর্মরত হতে চেয়েছিলেন তিনি। ইউপিএসসি এনডিএ-র পরীক্ষাও দিয়েছিলেন অভিনেতা। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাঁর।
বলিউডের গুঞ্জন, বায়ুসেনার পরীক্ষায় পাশ করার পর কনওয়লজিৎ যখন স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়েছিলেন, তখন তাঁর ডান কানে একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। সে কারণে বাদ পড়েছিলেন তিনি।
বিমান চালানোর প্রবল ইচ্ছা ছিল কনওয়লজিতের। বায়ুসেনায় যোগ দিতে না পারার দুঃখে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। পরে মার্চেন্ট নেভির পরীক্ষাও দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও ভাগ্য সঙ্গ দেয়নি।
পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিটিআই) প্রচুর নাম শুনেছিলেন কনওয়লজিৎ। অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার ইচ্ছা না থাকলেও ভাগ্যপরীক্ষা করতে চেয়েছিলেন তিনি।
বলিপাড়া সূত্রে খবর, এফটিটিআই-এর ফর্ম পূরণ করে ফেলেছিলেন কনওয়লজিৎ। পরে দিল্লিতে গিয়ে অডিশনও দিয়েছিলেন। অডিশনে পাশ করে গিয়েছিলেন তিনি। তার পর কনওয়লজিতের জীবন অন্য দিকে মোড় নেয়। বায়ুসেনায় যোগ দেওয়ার স্বপ্ন ভুলে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন অভিনেতা।
চলতি বছরে ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘মিসেস’ এবং বড় পর্দায় মুক্তি পাওয়া ‘মেরে হাসব্যান্ড কি বিবি’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে কনওয়লজিৎকে। পাশাপাশি ‘বড়া নাম করেঙ্গে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি।