Bollywood Gossip

শাহরুখের সঙ্গে অভিনয়, ন’বছর কাজ অন্য খানের সঙ্গে, বলিপাড়া ছেড়ে বন্ধুদের সঙ্গে বিয়েবাড়িতে স্টল দিতেন তরুণ!

ছবিনির্মাতার দলে শিক্ষানবিশির পর আরও দায়িত্ব পেতে শুরু করেছিলেন রাহুল। ভিএফএক্স প্রোডিউসার হিসাবে কাজ করেছিলেন তিনি। পরিচালকদের হাতে হাতে কাজকর্মও সেরে দিতেন রাহুল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:৫৫
Share:
০১ ১২

অভিনয় নিয়ে বরাবর কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন। শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগও পেয়েছিলেন। কিন্তু বন্ধুদের সঙ্গে ব্যবসা শুরু করবেন বলে বলিউড থেকে সরে গিয়েছিলেন রাহুল বোহরা।

০২ ১২

বলিউডের জনপ্রিয় ছবিনির্মাতা কবীর খান। অভিনয়কে পেশা হিসাবে বেছে নিতে চাইতেন বলে গোড়া থেকেই শুরু করেছিলেন রাহুল। পড়াশোনা শেষ করে নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ে ফিরেছিলেন তিনি। দোরে দোরে কাজ খুঁজছিলেন রাহুল। কবীরই তাঁকে কাজের প্রথম সুযোগ দিয়েছিলেন।

Advertisement
০৩ ১২

কবীরের দলে শিক্ষানবিশ হিসাবে যোগ দেন রাহুল। ক্যামেরার পিছনের কাজকর্মই সামলাতেন তিনি। কিন্তু তাঁর যে অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে, সে কথা কবীরকে জানান রাহুল। কোনও ভাবে অভিনয়ের সুযোগ পাইয়ে দিতে পারেন কি না, তা-ও কবীরকে জিজ্ঞাসা করেন রাহুল।

০৪ ১২

রাহুলের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন কবীর। তরুণের চোখে অভিনয় করার একরাশ স্বপ্ন রয়েছে দেখে আর চুপ করে থাকতে পারেননি কবীর। রাহুলকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। তা-ও আবার শাহরুখ খানের সঙ্গে।

০৫ ১২

দুবাই সরকারের পর্যটন বিভাগের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন শাহরুখ। সেই বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন রাহুল। ক্ষণিকের জন্য সেই বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন তিনি।

০৬ ১২

কবীরের দলে শিক্ষানবিশির পর আরও দায়িত্ব পেতে শুরু করেছিলেন রাহুল। ভিএফএক্স প্রোডিউসার হিসাবে কাজ করেছিলেন তিনি। পরিচালকদের হাতে হাতে কাজকর্মও সেরে দিতেন রাহুল।

০৭ ১২

‘মাই মেলবোর্ন’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন কবীর। একাধিক চলচ্চিত্র উৎসবে সেই ছবি দেখানো হয়। কবীরের সঙ্গে সেই ছবিতে সহ-পরিচালনা করেছিলেন রাহুল।

০৮ ১২

টানা ন’বছর কবীরের সঙ্গে কাজ করেছিলেন রাহুল। বিয়ে করে ঘর-সংসারও শুরু করেন তিনি। কিন্তু অভিনেতা হওয়ার সুযোগ পাচ্ছিলেন না বলে বলিপাড়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল।

০৯ ১২

কবীরের দলের চাকরি ছেড়ে দেন রাহুল। কেরিয়ারে কী করবেন তা স্থির করতে পারছিলেন না তিনি। মনমেজাজ ভাল রাখতে তিন বন্ধুর সঙ্গে তাইল্যান্ড ঘুরতে যান রাহুল। সেখান থেকেই তৈরি হয় নতুন পথ।

১০ ১২

রাহুলেরা চার বন্ধু মিলে মুম্বইয়ে খাবারের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। মিষ্টি খাবার প্রস্তুতকারী একটি সংস্থা গড়ে তোলেন তাঁরা। প্রথমে ছোটোখাটো অনুষ্ঠানে খাবারের স্টল দিয়ে বিক্রিবাটা শুরু করেছিলেন।

১১ ১২

রাহুল জানান, ধীরে ধীরে তাঁদের সংস্থার প্রশংসা ছ়ড়িয়ে পড়তে শুরু করে লোকমুখে। পরিবারের সদস্যেরাও মানসিক ভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।

১২ ১২

স্টল থেকে ব্যবসা শুরু করলেও মুম্বইয়ে এখনও পর্যন্ত চারটি দোকান খুলে ফেলেছেন রাহুল ও তাঁর বন্ধুরা। এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারকেরা রাহুলদের ব্যবসার কথা শুনে মুগ্ধ হয়ে ৫ শতাংশ শেয়ারের বিনিময়ে ২.৫ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement