West Bengal Weather

কাঁপছে দার্জিলিং, ঠান্ডায় কড়া টক্কর দিচ্ছে পানাগড়, রাজ্যের কোথায় কেমন ঠান্ডা?

আগামী ৪ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৩:০২
Share:
০১ ১৪

বছরের শুরু শীতের কনকনে মেজাজকে তার সঙ্গী করে নিয়ে এসেছিল বটে, কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়বে উত্তরবঙ্গেও।

০২ ১৪

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
০৩ ১৪

তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবারের তুলনায় তাপমাত্রা কমতে দেখা গিয়েছে। দার্জিলিঙে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শৈলশহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৬.৮ ডিগ্রি এবং ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

০৪ ১৪

পাহাড়ঘেরা কালিম্পঙে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় তাপমাত্রা কমেছে কালিম্পঙেও। মঙ্গলবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

০৫ ১৪

উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই। বুধবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

০৬ ১৪

তাপমাত্রা কমেছে মালদহেও। মঙ্গলবার মালদহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার মালদহের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

০৭ ১৪

পশ্চিমের জেলাগুলিতেও বুধবার সকালে জাঁকিয়ে শীত পড়েছে। ঠান্ডায় কালিম্পংকে টক্কর দিচ্ছে বীরভূমের শ্রীনিকেতন। বুধবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

০৮ ১৪

ঠান্ডার মেজাজে উত্তরবঙ্গের জেলাগুলিকে সমান তালে টেক্কা দিচ্ছে পুরুলিয়া। বুধবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এই জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ১০.১ ডিগ্রি এবং ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

০৯ ১৪

বহরমপুরে তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। বুধবার বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

১০ ১৪

তবে, বুধবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য কম। বুধবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

১১ ১৪

মঙ্গলবার বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার এখানকার পারদ উপরে ওঠে সামান্য। বুধবার বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

১২ ১৪

রাজ্যের উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিঘায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

১৩ ১৪

শীতের মরসুমে কলকাতা থেকে চটজলদি ঘুরে আসতে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন ডায়মন্ড হারবারেও। বুধবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিঘার মতোই ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

১৪ ১৪

তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। আগামী ৪ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন মৌসম ভবনের আধিকারিকেরা। তাই আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement