Sara Arjun

কথা ফোটার আগেই বিনোদন দুনিয়ায় পা, ছিলেন সবচেয়ে রোজগেরে শিশুশিল্পী! সাড়া ফেলতে আসছেন ‘ধুরন্ধর’ রণবীরের নায়িকা

২০০৫ সালে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম সারার। তবে বিনোদনের দুনিয়ায় তিনি বহিরাগত নন। তিনি অভিনেতা রাজ অর্জুনের কন্যা। বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমা মিলিয়ে বহু ছবিতে কাজ করেছেন রাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১২:৩৭
Share:
০১ ১৬

প্রকাশ্যে এসেছে আসন্ন বলিউড ছবি ‘ধুরন্ধর’-এর মূল ঝলক। গোলাগুলি, বিস্ফোরণ, মারপিট, রক্ত, ভয়ঙ্কর সব চরিত্রে মোড়া সেই ঝলক ইতিমধ্যেই হইচই ফেলেছে দর্শককুলে। আদিত্য ধর পরিচালিত এই ছবির ট্রেলার দেখে শিউরে উঠছেন দর্শক। ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

০২ ১৬

২৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘ধুরন্ধর’। আগামী ৫ ডিসেম্বর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Advertisement
০৩ ১৬

‘ধুরন্ধর’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ। ‘পদ্মাবত’-এর পর আবারও লম্বা চুল এবং দাড়িতে দেখা যাবে রণবীরকে। যদিও অভিনেতার ভক্তকুলের দাবি, ‘পদ্মাবত’-এর রণবীরের চেয়ে ‘ধুরন্ধর’-এর রণবীর আরও ভয়ঙ্কর, আরও ‘ডার্ক’।

০৪ ১৬

রণবীর ছাড়াও ‘ধুরন্ধর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না এবং অর্জুন রামপাল। তাঁদের প্রত্যেকেরই ‘লুক’ সাড়া ফেলেছে। তবে ছবিতে যিনি বিশেষ করে নজর কেড়েছেন, তিনি ছবির নায়িকা সারা অর্জুন।

০৫ ১৬

‘ধুরন্ধর’-এর মূল ঝলক মুক্তি পাওয়ার পর সাড়া ফেলেছেন সারাও। হিন্দি এবং দক্ষিণ ভারতীয় বিনোদনজগতের পরিচিত মুখ তিনি। কিন্তু এত দিন তাঁকে দেখা গিয়েছে শিশুচরিত্র বা পার্শ্বচরিত্রে। এই প্রথম কোনও ছবির নায়িকা হিসাবে ধরা দিচ্ছেন তিনি।

০৬ ১৬

কিন্তু কে এই সারা? অনেকেই জানেন না ব্যক্তিগত জীবন এবং সিনেমার জগতের সঙ্গে তাঁর যোগ সম্পর্কে।

০৭ ১৬

২০০৫ সালে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম সারার। তবে বিনোদনের দুনিয়ায় তিনি বহিরাগত নন। তিনি অভিনেতা রাজ অর্জুনের কন্যা। বলিউড এবং দক্ষিণ ভারতীয় মিলিয়ে বহু ছবিতে কাজ করেছেন রাজ।

০৮ ১৬

তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ২০১৭ সালে মুক্তি পাওয়া হিট ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর ফারুক মালিক চরিত্রটি। ওই সিনেমায় অভিনয় করে সেরা নেতিবাচক অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক পুরস্কারও।

০৯ ১৬

এ ছাড়াও একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি, ওয়েব সিরিজ় এবং টেলিভিশনে কাজ করেছেন রাজ। তাঁরই কন্যা সারা। রাজ-কন্যা বিনোদন দুনিয়ায় পা রাখেন মাত্র ১৮ মাস বয়সে। একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। অর্থাৎ, ঠিক করে কথা ফোটার আগেই বিনোদন জগতের সঙ্গে পরিচিতি হয় তাঁর।

১০ ১৬

পরবর্তী সময়ে শিশুশিল্পী হিসাবে জনপ্রিয়তা পান সারা। কাজ করেন ১০০টিরও বেশি বিজ্ঞাপনে। ‘ম্যাকডোনাল্ডস’, ‘ম্যাগি’র মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে ঘরের মুখ হয়ে ওঠেন সারা।

১১ ১৬

মাত্র ৬ বছর বয়সে সিনেমায় অভিনয়ের সুযোগ পান সারা। ২০১১ সালে হিন্দিতে তাঁর প্রথম ছবি ‘৪০৪’ মুক্তি পায়। ওই একই বছরে সারা অভিনীত ‘দেইভা তিরুমাগাল’ নামে একটি তামিল ছবিও মুক্তি পায়।

১২ ১৬

‘দেইভা তিরুমাগাল’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সফল হয়। পরিচিতি পেতে শুরু করেন সারাও। ‘দেইভা তিরুমাগাল’ ছবিতে নায়ক ছিলেন তামিল সুপারস্টার বিক্রম। তাঁরই কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন সারা।

১৩ ১৬

তার পর থেকে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ছবি মিলিয়ে শিশুশিল্পী এবং পার্শ্বচরিত্র হিসাবে গোটা কুড়ি ছবিতে অভিনয় করে ফেলেছেন সারা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু হিন্দি ছবির মধ্যে রয়েছে ‘সান্ড কী আঁখ’, ‘জজ়বা’, ‘পোন্নিয়িন সেলভান’, ‘জয় হো’-র মতো সিনেমা।

১৪ ১৬

শিশুশিল্পী হিসাবে সারার আয়ও ছিল নজর কাড়ার মতো। প্রতিবেদন অনুযায়ী, তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিশুশিল্পী। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, সারার মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা। ফলে, তিনি সেই সময়ে ভারতের সবচেয়ে বিত্তশালী শিশুশিল্পীও হয়ে উঠেছিলেন।

১৫ ১৬

বর্তমানে সারার বয়স ২০। তিনি আর শিশুশিল্পী নন। তবে ২০-র কোঠায় পা দিতে না দিতেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য ধরের ছবির নায়িকা তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ আদিত্য এবং রণবীর।

১৬ ১৬

আদিত্য জানিয়েছেন যে, নায়িকার চরিত্রের জন্য সারাকে নির্বাচনের আগে তাঁর দল প্রায় ১,৩০০টি অডিশন নিয়েছিল। শেষমেশ সারাকে বেছে নেওয়া হয়। অন্য দিকে, সারাকে ‘অসাধারণ’ তকমা দিয়েছেন রণবীর। হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারার তুলনাও করেছেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement