Food on Train

রেল যাত্রার সময়ে কোন খাবারের জন্য কত দাম দেবেন? জেনে নিন

ভারতে কয়েক লক্ষ মানুষ প্রতি দিন রেলে যাতায়াত করেন। তার মধ্যে বিরাট একটা অংশের যাত্রী চড়েন দূরপাল্লার ট্রেনে। দশ থেকে বারো ঘণ্টা, আবার কোনও কোনও ক্ষেত্রে প্রায় চব্বিশ ঘণ্টারও বেশি সময় তারা ট্রেনে সফর করেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৩:২৩
Share:
০১ ০৬

১৫০ মিলিলিটারের এক কাপ কফির দাম ৭ টাকা।

০২ ০৬

নিরামিষ ব্রেকফাস্টের দাম ৩০ টাকা। এতে থাকবে ২ স্লাইস পাউরুটি, মাখনের ১টি ছোট প্যাকেট, ২টি ভেজ কাটলেট এবং ১টি ছোট সসের প্যাকেট।

Advertisement
০৩ ০৬

নিরামিষ ব্রেকফাস্টের দাম ৩০ টাকা। এতে থাকবে ২ স্লাইস পাউরুটি, মাখনের ১টি ছোট প্যাকেট, ২টি ভেজ কাটলেট এবং ১টি ছোট সসের প্যাকেট।

০৪ ০৬

আমিষ ব্রেকফাস্টের দাম ৩৫ টাকা। এতে থাকবে ২ স্লাইস পাউরুটি, মাখনের ১টি ছোট প্যাকেট, ২টি অমলেট এবং ১টি ছোট সসের প্যাকেট।

০৫ ০৬

দুপুরে যদি নিরামিষ খাবার খান তবে আপনাকে দিতে হবে ৫০ টাকা। কী কী খাকবে মেনুতে? থাকবে ভাত (১৫০ গ্রাম), ২টি পরোটা অথবা ৪টি রুটি (১০০ গ্রাম), ডাল(১৫০ গ্রাম), মিক্সড ভেজ (১৫০ গ্রাম), আচারের প্যাকেট, দই (১০০ গ্রাম) অথবা একটি মিষ্টি (৪০ গ্রাম) এবং প্যাকেজড ওয়াটার (২৫০ মিলিলিটার)।

০৬ ০৬

আর যদি দুপুরে আমিষ খাবার অর্ডার দিতে চান তবে ৫৫ টাকা খরচ করতে হবে। ভাত (১৫০ গ্রাম), ২টি পরোটা অথবা ৪টি রুটি (১০০ গ্রাম), ডাল(১৫০ গ্রাম), ২টি ডিমের কারি(১৫০ গ্রাম), ১টি আচারের প্যাকেট, দই (১০০ গ্রাম) অথবা একটি মিষ্টি (৪০ গ্রাম) এবং প্যাকেজড ওয়াটার (২৫০ মিলিলিটার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement