দেশ ভাগাভাগি হলে ভাগ শুধু মানচিত্রে হয় না। ভাগ হয় মননের, ভাগ হয় সম্পদের, ভাগ হয় আরও অনেক কিছুর। উরি হামলার পর থেকেই সিন্ধুর জলবণ্টনই হোক বা সার্জিকাল স্ট্রাইক, সরগরম দুই দেশেরই রাজনৈতিক মহল। ঠিক এই সময়েই এক প্রাচীন দুর্লভ সম্পদকে হাতিয়ার করে ভারতকে আরেকবার কাঠগড়ায় দাঁড় করালো পাকিস্তান। এই দুর্লভ সম্পদ হচ্ছে ‘ড্যান্সিং গার্ল’ নামের একটি স্কাল্পচার যা এখন ভারতে রয়েছে। পাকিস্তানের দাবি, দেশ ভাগের পর ভারত তাদের কাছ থেকে মূর্তিটি নিয়ে আর ফেরত দেয়নি। এক নজরে দেখে নেওয়া যাক এই ড্যান্সিং গার্ল মূর্তিটি নিয়ে কেন এত মাতামাতি।
আরও পড়ুন: ভারতের বিপুল সমরসজ্জা! কতক্ষণ লড়তে পারবে পাকিস্তান? দেখে নিন