মাইক্রোফোন স্ট্যান্ড: ২০ ফুট উঁচু চিলেকোঠা থেকে পড়ে তিন ফুট মাইক্রোফোন স্ট্যান্ড ঢুকে যায়<br> জেসি উইকহ্যামের ফুসফুসে। ঘটনার সময় প্রেগন্যান্ট ছিলেন জেসি। কিন্তু, সৌভাগ্যজনক ভাবে<br> তাঁর গর্ভের কোনও ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে অপারেশন করা হয় তাঁর। সন্তানের জন্মের পর বেঁচে যান জেসি।
খেলাচ্ছলে শিশুদের কয়েন গিলে ফেলার মতো ঘটনা তো আকছার ঘটে। কিন্তু, আস্ত একটা গাছ যদি মেলে দেহের ভেতর থেকে! এমনই কতগুলো চোখ কপালে তোলা জিনিসপত্র মিলেছে মানুষের দেহে। সেগুলো কী কী, তা দেখে নিন গ্যালারিতে।
আরও দেখুন
গাড়ির তেল কম খরচ করবেন কী ভাবে জেনে নিন