নিউজিল্যান্ডে রয়েছে এমনই অদ্ভুত যান। দেখতে অনেকটা রোপওয়ের মতো। এই মনোরেল পডগুলোতে চড়তে পারবেন এক জনই।
দেখে মোটরগাড়ি বলে মোটেও মনে হবে না। বড়জোর একটা গোল বল বলে মালুম হতে পারে। কোনওটা আবার জলে, স্থলে দিব্যি সাবলীল। কোনওটা একাই একশো। কাউকে ড্রাইভ করতেই হয় না। কোনও গাড়ি আবার নিজের পিঠে লাগিয়ে সোজা উড়ে যান। দেখতে চান পৃথিবীর এমনই নানা কিম্ভূতকিমাকার গাড়িগুলো কেমন? চোখ রাখুন সঙ্গের গ্যালারিতে।
আরও পড়ুন: টিভির সেটে বিয়ে করেছেন যে তারকারা