অনুভূতিপ্রবণ দেশের তালিকায় ৮৩-তে ভারত!

শুধু সাহিত্য বা সুরে নয় গ্যালপ ডট কমের সমীক্ষা বলছে ইমোশনের স্কেলেও লাতিন আমেরিকার দেশগুলো টেক্কা দেয় অন্যদের। ১৪৮টি দেশের মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল গ্যালপ। দেখা গেছে সব থেকে অনুভূতিপ্রবণ দেশের প্রথম দশের তালিকায় লাতিন আমেরিকার রমরমা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১১:৩৬
Share:

শুধু সাহিত্য বা সুরে নয় গ্যালপ ডট কমের সমীক্ষা বলছে ইমোশনের স্কেলেও লাতিন আমেরিকার দেশগুলো টেক্কা দেয় অন্যদের। ১৪৮টি দেশের মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল গ্যালপ। দেখা গেছে সব থেকে অনুভূতিপ্রবণ দেশের প্রথম দশের তালিকায় লাতিন আমেরিকার রমরমা। প্রথম দশের প্রত্যেকটি দেশের প্রতি ১০ জনে গড়ে অন্তত ৬জনের কাছ থেকে গ্যালপ-এর প্রশ্নের উত্তরে পজেটিভ অথবা নেগেটিভ ইমোশনের প্রকাশ পাওয়া গেছে। এই তালিকায় ৪৩-তে আছে ভারত।

Advertisement

আরও দেখুন-যে সব পাহাড়চুড়োয় আজও পা রাখতে পারেনি মানুষ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement