হোলির পার্টির ৮ মেক আপ টিপ‌্‌স

‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’ —রঙে রঙে রঙিন হওয়ার উৎসব হোলি। এই দিনটিতে হোলির আনন্দে মন-প্রাণ রাঙিয়ে নেওয়ার সঙ্গে নিজেও আবির আর বাজারচলতি রঙে রাঙা হয়ে উঠবেন। বন্ধুর বাড়ির উঠোন কিংবা কোনও হোটেলে হোলি পার্টির আসরে আপনিও নিমন্ত্রিত। কী ভাবে সাজবেন বুঝে উঠতে পারছেন না।

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১২
Share:
০১ ০৮

লাল রঙের লিপস্টিকে আপনার ঠোঁট রাঙিয়ে তুলুন। হোলির দিন লাল ঠোঁট আপনাকে করে তুলবে মোহময়ী।

০২ ০৮

হাল্কা করে ফাউন্ডেশন ও কমপ্যাক্ট ব্যবহার করুন। এতে রাসায়নিক রং সরাসরি আপনার ত্বকে লাগবে না।

Advertisement
০৩ ০৮

কালারফুল মেকআপ করুন। সিলভার কিংবা গোল্ড শেডের মেকআপ ট্রাই করতেই পারেন।

০৪ ০৮

বিভিন্ন শেডের আইশ্যাডো মিক্স আপ করে আপনি পেয়ে যেতে পারেন পারফেক্ট হোলি লুক। লম্বালম্বি ভাবে অনেকগুলি আইশ্যাডো চোখের উপর লাগিয়ে মিশিয়ে নিন।

০৫ ০৮

ট্রান্সপারেন্ট নেলপলিশ পরুন। এতে রং খেলার পর রঙের কোট তুলতে অনেক সুবিধা হবে।

০৬ ০৮

হোলি পার্টিতে যাওয়ার আগে ন্যুড আই’স না রেখে মেটালিক আই লাইনার ব্যবহার করে চোখ দু’টিকে হাইলাইট করুন।

০৭ ০৮

চুল খোলা রাখা এক্কেবারেই চলবে না। পরিপাটি করে চুল বেঁধে, মাথায় ফ্লাওয়ার হেয়ারব্যান্ড পরে নিন।

০৮ ০৮

কালারফুল মেকআপের সঙ্গে সাদা কিংবা হাল্কা রঙের মানানসই পোশাক বেছে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement