যুবরাজ ও হেজেলের বিয়ের কার্ডের সোনালি ঝলক

আগামী ২৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর এ বার শুভ পরিণয়। যদিও যুবরাজ এবং তাঁর হবু স্ত্রী সুপার মডেল হেজেল জানিয়েছেন, খুব বেশি জাঁকজমকের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করা হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১৭:২৬
Share:

আগামী ২৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর এ বার শুভ পরিণয়। যদিও যুবরাজ এবং তাঁর হবু স্ত্রী সুপার মডেল হেজেল জানিয়েছেন, খুব বেশি জাঁকজমকের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করা হবে না। কিন্তু যুবরাজ সিংহের মতো ডাকসাইটে ক্রিকেটারের বিয়ে বলে কথা। একটু আড়ম্বর না হলে হয়! নয় নয় করেও বেশ খানিকটা চমক থাকছে তাঁদের বিয়েতে। বিয়ে তো চলেই এল। হাতে মাত্র আর কয়েকটা দিন। অতিথিদের নিমন্ত্রণও শুরু হয়ে গিয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ ভাবে ডিজাইন করা নিমন্ত্রণ পত্রও। যা দেখে বিয়ের গ্যালারিটা বেশ আঁচ করাই যায়।

Advertisement

আরও পড়ুন: পাত্র-পাত্রী বিজ্ঞাপনের এই অদ্ভুত দাবিগুলি না দেখলে বিশ্বাস করাই কঠিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement