শুরুটা হয়েছিল দুর্গা পুজোর আসরে গান দিয়ে। মহানায়ক উত্তম কুমারের আয়োজন করা পুজোর আসরে একটার পর একটা ফিল্মের গান গেয়ে চমকে দিয়েছিলেন সকলকে। খবর পৌঁছতে দেরি হয়নি বাবা কিশোর কুমারের কাছেও। বাবার হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ। তার পর আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। তাঁর একটার পর একটা হিট গান আজও মন জয় করে নেয়।
প্লেব্যাক-এ তিনি ৫০ বছর পূর্ণ করলেন। অভিনন্দন জানাতে তাঁর শো-তে তাই তারকার সমাগম। ঋষি কপূর, জিতেন্দ্র, বাপি লাহিড়ী থেকে শুরু করে কবিতা কৃষ্ণমূর্তি কে নেই সেখানে।