কে এই হরনম?

একমুখ ভরাট দাড়ি। সুন্দর করে শেভ করা গোঁফ। ঠোঁটে লিপস্টক। চোখে ঘন কাজল। না! এ কোনও ছদ্মবেশ নয়। বাস্তবে এই বেশেই র‌্যাম্পে হাঁটলেন হরনম কৌর। দাড়ি-সমেত কোনও মহিলা মডেলিং করছেন, এটা এত দিন কল্পনারও বাইরে ছিল। সেই প্রচলিত ধারণাকেই ভেঙে দিলেন হরনম।

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ১৩:১৪
Share:

১১ বছর বয়স থেকে শরীরে বাড়তে থাকে লোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তাঁর।

একমুখ ভরাট দাড়ি। সুন্দর করে শেভ করা গোঁফ। ঠোঁটে লিপস্টক। চোখে ঘন কাজল। না! এ কোনও ছদ্মবেশ নয়। বাস্তবে এই বেশেই র‌্যাম্পে হাঁটলেন হরনম কৌর। দাড়ি-সমেত কোনও মহিলা মডেলিং করছেন, এটা এত দিন কল্পনারও বাইরে ছিল। সেই প্রচলিত ধারণাকেই ভেঙে দিলেন হরনম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement