সুস্থ থাকুন, সুস্থ রাখুন। একটি বেসরকারি সংস্থা আয়োজিত সাইকেল র্যালির এটাই ছিল ট্যাগ লাইন। উদ্দেশ্য, ০ থেকে ৬ বছর বয়সি শিশুদের সুস্থ রাখা। চাইল্ড রাইটস্ অ্যান্ড ইউ (ক্রাই) নামে ওই বেসরকারি সংস্থাটি শিশুদের সুস্থতা বজায় রাখতে এই র্যালির আয়োজন করেছিল। কলকাতা শহর জুড়ে সাইকেলে করে তাঁরা প্রচার চালান। আর প্রচারের মুখ ছিলেন নতুন প্রজন্মের তারকারা। সায়নী ঘোষ, ঋতাভরি চক্রবর্তী, কনিকা-সহ অনেকে।