ব্যাচেলর পার্টি হিট করতে কী কী করবেন

বিয়ের পর কাঁধে এসে পড়ে একগাদা দায়িত্ব-কর্তব্য। সম্পর্কের টানাপড়েন আর দাম্পত্য জটিলতায় কোথায় যেন হারিয়ে যায় ‘একলা সময়’। অফিসের হাজারো কাজ। সংসারের নানান দায়িত্ব। তার উপর স্ত্রী’র ঘ্যানঘ্যান। বাচ্চাদের আবদার।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৮:০৭
Share:

বিচ হাউস ভাড়া নিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে মজায় মেতে উঠতেই পারেন। সমুদ্র সৈকত, হরেক রকম গেম আর ককটেল পার্টি। সব মিলিয়ে চুটিয়ে এনজয়মেন্ট।

বিয়ের পর কাঁধে এসে পড়ে একগাদা দায়িত্ব-কর্তব্য। সম্পর্কের টানাপড়েন আর দাম্পত্য জটিলতায় কোথায় যেন হারিয়ে যায় ‘একলা সময়’। অফিসের হাজারো কাজ। সংসারের নানান দায়িত্ব। তার উপর স্ত্রী’র ঘ্যানঘ্যান। বাচ্চাদের আবদার। সব মিলিয়ে গলদঘর্ম অবস্থা। যাঁদের কাছে ‘বিয়ে’ শব্দটির অর্থই হল ফাঁস, সে সমস্ত মানুষের কাছে বিয়ের আগে ‘ব্যাচেলর পার্টি’ যেন খোলা হাওয়ার স্বাদ। কিন্তু, ব্যাচেলর পার্টিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না ? চিন্তা নেই। ব্যাচেলর পার্টি হিট করতে কী কী করা উচিত এমন আটটি তথ্য জেনে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement