কবীর-পরভীনের বিয়ের ছবি

বছর ছয়েক আগে রোমের ঐতিহাসিক স্প্যানিশ স্টেপসে রোম্যান্টিক স্টাইলে দীর্ঘদিনের সঙ্গিনী পরভীন দুসাঞ্জকে বিয়ের প্রপোজ করেন অভিনেতা কবীর বেদি। কবীরের প্রস্তাবে রাজি হলেও তখনই বিয়ে করতে চাননি পরভীন। ঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দু’জনে। শেষে মধুরেন সমাপয়েত। গত শনিবার ১৬ জানুয়ারি ছিল অভিনেতা কবীর বেদির জন্মদিন। সে জন্যই মুম্বইয়ের কাছে আলিবাগে বসেছিল জন্মদিনের আসর। পরিবারের লোকেরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবীরের অভিনয় জগতের বন্ধুরা। ৭০ বছরের জন্মদিনকেই গাঁটছড়া বাঁধার জন্য বেছে নেন কবীর-পরভীন। গ্যালারিতে কবীর-পরভীনের বিয়ের কিছু ঝলক।

Advertisement
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৪:৩৩
Share:

যুগলে...।

বছর ছয়েক আগে রোমের ঐতিহাসিক স্প্যানিশ স্টেপসে রোম্যান্টিক স্টাইলে দীর্ঘদিনের সঙ্গিনী পরভীন দুসাঞ্জকে বিয়ের প্রপোজ করেন অভিনেতা কবীর বেদি। কবীরের প্রস্তাবে রাজি হলেও তখনই বিয়ে করতে চাননি পরভীন। ঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দু’জনে। শেষে মধুরেন সমাপয়েত। গত শনিবার ১৬ জানুয়ারি ছিল অভিনেতা কবীর বেদির জন্মদিন। সে জন্যই মুম্বইয়ের কাছে আলিবাগে বসেছিল জন্মদিনের আসর। পরিবারের লোকেরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবীরের অভিনয় জগতের বন্ধুরা। ৭০ বছরের জন্মদিনকেই গাঁটছড়া বাঁধার জন্য বেছে নেন কবীর-পরভীন। গ্যালারিতে কবীর-পরভীনের বিয়ের কিছু ঝলক। ছবি: টুইটার।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• চতুর্থবার বিয়ে করেই ৭০ ছুঁলেন কবীর বেদি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement