এই এলার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন লিওনার্দো!

ফের নাকি প্রেমে পড়েছেন লিওনার্দো দি ক্যাপ্রিও। মডেলিং থেকে অ্যাক্টিংয়ে আসা কেলি রোরবাখের সঙ্গে ছ’মাসের সম্পর্ক মিটেছে গত ডিসেম্বরেই। এখন নাকি তিনি পোলিশ মডেল এলা কাওয়ালেকের প্রেমে হাবু়ডুবু খাচ্ছেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৯:০০
Share:

ফের নাকি প্রেমে পড়েছেন লিওনার্দো দি ক্যাপ্রিও। মডেলিং থেকে অ্যাক্টিংয়ে আসা কেলি রোরবাখের সঙ্গে ছ’মাসের সম্পর্ক মিটেছে গত ডিসেম্বরেই। এখন নাকি তিনি পোলিশ মডেল এলা কাওয়ালেকের প্রেমে হাবু়ডুবু খাচ্ছেন!

Advertisement

জিজেল বান্দচেন, নেওমি ক্যাম্পবেলের মতো ফ্যাশন মডেল থেকে রিহানার মতো গ্র্যামি জয়ী গায়িকা, অভিনেত্রী থেকে স্কুলটিচার— লিওনার্দোর ডেটিং লিস্টে বাদ নেই প্রায় কেউই। বছর একচল্লিশের অস্কার জয়ীর জীবনে এসেছেন বহু নারী। কিন্তু এখনও পর্যন্ত কোনও সম্পর্কেই ‘পাকাপাকি ভাবে ধরা’ পড়েননি লিও। অভিনয় জীবনের মতো তাঁর ব্যক্তিগত জীবনও তাই প্রায়শই উঠে এসেছে পেজ থ্রি-র পাতায়। তাতে সর্বশেষ সংযোজন এলা। নিউ ইয়র্কের রাস্তায় হোক বা ক্লাবের পার্টিতে— বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে তাঁদের দু’জনকে। এমনকী, সপ্তাহ দুয়েক আগেই আউটিংয়ে বেরিয়ে রোমান্টিক বাইক রাইডে লিওর সঙ্গী হয়েছেন এলা। গ্যালারির পাতায় দেখে নিন লিওনার্দোর নতুন সঙ্গী এলাকে।


ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Advertisement

আরও দেখুন

বিকিনিতে এঁরা কি আদৌ হট?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement