লাস্যময়ী লিসা

‘কুইন’এর বিজয়লক্ষ্মী বা ‘শৌকিন’এর অহনাকে মনে আছে? বলি-দুনিয়ায় লিসা হেডন মানেই যৌন আবেদনে ভরপুর লাস্যময়ী এক অভিনেত্রী। তবে এ বার তাঁর ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ঝলক পাওয়া যাবে না বড় পর্দায়।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ১৪:০৯
Share:

‘কুইন’এর বিজয়লক্ষ্মীর চরিত্রে প্রথম বড়পর্দায় নজর কাড়েন লিসা।

‘কুইন’এর বিজয়লক্ষ্মী বা ‘শৌকিন’এর অহনাকে মনে আছে? বলি-দুনিয়ায় লিসা হেডন মানেই যৌন আবেদনে ভরপুর লাস্যময়ী এক অভিনেত্রী। তবে এ বার তাঁর ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ঝলক পাওয়া যাবে না বড় পর্দায়। কারণ, অজয় দেবগণকে নিয়ে পরিচালক মিলন লুথরিয়ার পবরর্তী ছবি ‘বাদশাহ’য় একেবারে মধ্যবিত্ত অবতারে পাওয়া যাবে লিসাকে। কিন্তু মডেলিং হোক বা কেরিয়ারের শুরু— এ যাবত্ কেমন ছিলেন লিসা? দেখে নিন একঝলকে। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement