সলমন খানের নতুন প্রেমিকা!

নতুন করে সম্পর্ক জড়িয়েছেন সলমন খান! বলি-টাউনে এখন এমনই গুঞ্জন। না! তিনি কোনও বলিউডি নায়িকা নন। তাহলে কে সেই সুন্দরী? শোনা যাচ্ছে রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সল্লু মিঞা।

Advertisement
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:৫৮
Share:

লুলিয়ার মুখপাত্র জানিয়েছেন, আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা।

নতুন করে সম্পর্ক জড়িয়েছেন সলমন খান! বলি-টাউনে এখন এমনই গুঞ্জন। না! তিনি কোনও বলিউডি নায়িকা নন। তাহলে কে সেই সুন্দরী? শোনা যাচ্ছে রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সল্লু মিঞা। এমনকি লুলিয়ার সঙ্গে এনগেজমেন্টও নাকি সেরে ফেলেছেন ভাইজান! কেমন সেই কন্যে? দেখে নিন গ্যালারিতে। ছবি: ‌ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement