সমুদ্রের বুকে এক টুকরো মরুদ্যান

টাইটানিককে আমরা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বলে জানি। কিন্তু না, টাইটানিকের চেয়েও বিশাল আকারের জাহাজ এখন ইউরোপের কাছে। জাহাজটির দৈর্ঘ্য -১১৮১ ফুট, প্রস্থে ২০৮ ফুট, অর্থাত্ আকারে চারটি ফুটবল মাঠের চেয়েও বড়।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১০:৪৬
Share:

এই সেই সমুদ্রের মরুদ্যান

টাইটানিককে আমরা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বলে জানি। কিন্তু না, টাইটানিকের চেয়েও বিশাল আকারের জাহাজ এখন ইউরোপের কাছে। জাহাজটির দৈর্ঘ্য -১১৮১ ফুট, প্রস্থে ২০৮ ফুট, অর্থাত্ আকারে চারটি ফুটবল মাঠের চেয়েও বড়। টাইটানিকের আকারের পাঁচটি জাহাজের সমতুল্য বিশালাকায় এই জলদানব। জাহাজটির নাম - ‘ওয়েসিস অফ দ্য সিস’। সমুদ্রের বুকে প্রথম গা ভাষায় ১ নভেম্বর, ২০০৯ সালে। সেই বিশালাকার জাহাজটির কিছু ছবি রইল এই গ্যালারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement