রাজনীতির মাঠে পারিবারিক উত্তরাধিকার

রেওয়াজটা এ দেশের রাজনীতিতে দীর্ঘ দিনের। কংগ্রেস তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলেও নেতা-নেত্রীদের সন্তানেরা রাজনীতিতে নেমেছেন। শুধু নামেননি, সাফল্যও মিলেছে। উত্তরে ওমর আবদুল্লা-মেহবুবা মুফতি থেকে দক্ষিণে স্ট্যালিন-আলাগিরি-কানিমোজি, পশ্চিমে বাল ঠাকরে-উদ্ধব ঠাকরে থেকে পূর্বে বিজু পট্টনায়ক-নবীন পট্টনায়ক— মাঝখানে রয়েছে অনেক নাম। জওহরলাল থেকে ইন্দিরা, রাজীব থেকে রাহুল— কংগ্রেসেও রয়েছে অসংখ্য উদাহরণ। কৃতি বাবা-মায়েদের সঙ্গে তাঁদের যোগ্য সন্তানদের ছবি একই ফ্রেমে ধরা পড়ল এই গ্যালারিতে। আনন্দবাজার আর্কাইভ থেকে নেওয়া ছবি।

Advertisement
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:২৭
Share:

তিন প্রজন্ম। বাঁ দিক থেকে সঞ্জয় গাঁধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী এবং রাজীব।

রেওয়াজটা এ দেশের রাজনীতিতে দীর্ঘ দিনের। কংগ্রেস তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলেও নেতা-নেত্রীদের সন্তানেরা রাজনীতিতে নেমেছেন। শুধু নামেননি, সাফল্যও মিলেছে। উত্তরে ওমর আবদুল্লা-মেহবুবা মুফতি থেকে দক্ষিণে স্ট্যালিন-আলাগিরি-কানিমোজি, পশ্চিমে বাল ঠাকরে-উদ্ধব ঠাকরে থেকে পূর্বে বিজু পট্টনায়ক-নবীন পট্টনায়ক— মাঝখানে রয়েছে অনেক নাম। জওহরলাল থেকে ইন্দিরা, রাজীব থেকে রাহুল— কংগ্রেসেও রয়েছে অসংখ্য উদাহরণ। কৃতি বাবা-মায়েদের সঙ্গে তাঁদের যোগ্য সন্তানদের ছবি একই ফ্রেমে ধরা পড়ল এই গ্যালারিতে। আনন্দবাজার আর্কাইভ থেকে নেওয়া ছবি।

Advertisement

এই সংক্রান্ত খবর
• এ বার কি রাজনীতিতে নীতীশের ছেলেও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন