Photo Gallery

এ ভাবেই পড়ে রয়েছে এক সময় ভারতের কোটিপতিদের অহংকার শেখাওয়াতি ম্যানসন

পঞ্চদশ শতকে রাজপুতদের হাতে পত্তন হয় রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের। ক্রমশই ব্যবসা, বাণিজ্যের পীঠস্থান হয়ে ওঠে শেখাওয়াতি। গড়ে ওঠে শেখাওয়াতি ম্যানসন। এই ম্যানসনের প্রতিটা হাভেলির, প্রতিটা দেওয়াল, প্রতিটা ইঁট এখনও শোনায় সেই সমৃদ্ধি, ঐশ্বর্যের গল্প।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ১৫:০৯
Share:

পঞ্চদশ শতকে রাজপুতদের হাতে পত্তন হয় রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের। ক্রমশই ব্যবসা, বাণিজ্যের পীঠস্থান হয়ে ওঠে শেখাওয়াতি। গড়ে ওঠে শেখাওয়াতি ম্যানসন। এই ম্যানসনের প্রতিটা হাভেলির, প্রতিটা দেওয়াল, প্রতিটা ইঁট এখনও শোনায় সেই সমৃদ্ধি, ঐশ্বর্যের গল্প। ছাদ, দেওয়ালে অপূর্ব শিল্পকলায় ইতিহাস হয়ে রয়েছে শেখাওয়াতি অহংকার। উনিশ শতকের গোড়ায় পতন শুরু হয় শেখাওয়াতির। ভারতের অন্যতম কোটিপতি পরিবারগুলোর অনেকেগুলোরই উত্পত্তি এই শেখাওয়াতি থেকেই। দেখুন সেই ইতিহাসের কিছু টুকরো ছবি।

Advertisement

আরও পড়ুন: একটা ধোসার দাম হাজার টাকা! খেয়েছেন কখনও?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement