ঋষভ পন্থ- বহু সুযোগ তিনি হেলায় হারাচ্ছেন। বার বার চার নম্বরে নামিয়ে তাঁকে তৈরি হওয়ার সময় দিচ্ছে দল। কিন্তু গত ম্যাচে তাঁর আউট হওয়ার ভঙ্গি ভাল চোখে নেননি অনেকেই। তবে এই দলের উইকেটরক্ষক তিনিই। তাই আবারও একটা সুযোগ পাবেন। তিনি কী করতে পারেন, লক্ষ্য থাকবে সে দিকেই।