Photo gallery

কেবিসি-র সেই কোটিপতিরা এখন কে কী করছেন জানেন?

কেবিসি-র কথা মনে রয়েছে? ১৬ বছর আগে যখন পর্দাতে কেবিসি (কৌওন বনেগা কৌরপতি) প্রথম দেখানো শুরু হয়, একটা ঘণ্টা বাঁধা হয়ে গিয়েছিল এই শো-য়ের জন্য। কিন্তু জানেন কি একলপ্তে অতগুলো টাকা যাঁরা পেয়েছিলেন তাঁদের জীবনটা এখন ঠিক কী রকম?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৩
Share:

—ফাইল চিত্র।

কেবিসি-র কথা মনে রয়েছে? ১৬ বছর আগে যখন পর্দাতে কেবিসি (কৌওন বনেগা কৌরপতি) প্রথম দেখানো শুরু হয়, একটা ঘণ্টা বাঁধা হয়ে গিয়েছিল এই শো-য়ের জন্য। পর্দার ওপারে বিগ-বি আর পর্দার এপারে আমরা। প্রতিযোগীরা কে কত টাকা জিতবেন? কোটিপতি হবেন কি? পুরো শো না দেখে ওঠাই যেত না। সঙ্গে চলত প্রশ্ন শুনে বাড়িতে বসেই উত্তর দেওয়ার চেষ্টা। কিন্তু জানেন কি একলপ্তে অতগুলো টাকা যাঁরা পেয়েছিলেন তাঁদের জীবনটা এখন ঠিক কী রকম? তাঁদের কেউ যেমন নিজের জীবন গুছিয়ে নিয়েছেন, তেমন কেউ আবার সব খুইয়ে আজ আর্থিক সমস্যায় জেরবার! সেই সমস্ত কোটিপতিদের সন্ধান রইল এই গ্যালারিতে।

Advertisement

আরও পড়ুন: মাইক্রোওভেনের ৮ অদ্ভুত ব্যবহার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement