ঘরের প্রিয় সারমেয়টি শুধুই কি পোষ্য? উঁহু তেমনটা বললে মনে দুঃখ পাবেন অনেকেই। বাড়ির আর পাঁচটা সদস্যের মতো ও-তো ঘরেরই এক জন। শুধু চারপেয়ে এই যা তফাৎ। একসঙ্গে খাওয়া, ঘুমানো, বেড়াতে যাওয়া, সাজুগুজু, ফ্যাশন প্যারেড কিছুই বাদ যায় না তার। তা হলে এগ্জিবিশন বা বাদ যাবে কেন? বিকেলবেলা ঘুরতে ঘুরতে পছন্দের আর্ট গ্যালারিতে ঢুঁ মারতে পারেন আপনি, আর কুকুর হলেই শুধু দোষ? তাও কী হয়? সেই জন্যই তো এ বার শুধু সারমেয়দের জন্য অনুষ্ঠিত হল আর্ট এগ্জিবিশন।
আরও পড়ুন: নেকলেসের মতো সমুদ্র ঢেউ! ‘কেন’র ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে