Unlucky Bengali Months for Marriage

বিয়ের মাস ফাল্গুনে বিয়ে করা বারণ, আশ্বিনেও বিয়ে বাদ দুই রাশির! দু’হাত এক করুন রাশি অনুযায়ী শুভ মাস দেখে

শাস্ত্রমতে, কয়েকটি রাশির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলা বছরের কয়েকটি মাস অনুপযুক্ত। সে সকল মাসগুলিতে উক্ত রাশির জাতক-জাতিকাদের বিয়ে করা উচিত নয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৭:৪৯
Share:
০১ ১৯

বিয়ে মানে দু’টি মনের বন্ধন, তথা দু’টি পরিবারেরও বন্ধন। সেই কারণে বিয়ের আগে পাত্র-পাত্রী, উভয়ের জন্মছক মিলিয়ে দেখা আবশ্যক। কারণ, জন্মছকের উপর অনেকটাই নির্ভর করে নির্দিষ্ট পুরুষের সঙ্গে নির্দিষ্ট মহিলার বিবাহ সুখের হবে কি না।

০২ ১৯

পাত্র-পাত্রীর কোষ্ঠী যদি না মেলে, তা হলে সে ক্ষেত্রে বিয়ে না করাই আবশ্যক। কারণ এ ক্ষেত্রে বৈবাহিক জীবন সুখের হয় না। নানা দিক থেকে সমস্যা দেখা যায়।

Advertisement
০৩ ১৯

আমরা বাঙালি হিন্দুরা সাধারণত বাংলা শুভ মাস, দিন, সময় এ সব নানা জিনিস দেখেই বিয়ে করি। ভিন্ন ভিন্ন মাসে বিয়ে করলে ভিন্ন ভিন্ন ফলপ্রাপ্তি হয়। অর্থাৎ, আপনি কোন মাসে বিয়ে করছেন তার উপর কিছুটা হলেও নির্ভর করছে আপনার বৈবাহিক জীবন কেমন হবে। যে কোনও মাসে, যে কোনও সময় চাইলেই বিয়ে করে নেওয়া যায় না। আগে থেকে শুভ দিনক্ষণ দেখে বিয়ে করাই শ্রেয়।

০৪ ১৯

শাস্ত্রমতে, কয়েকটি রাশির বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলা বছরের কয়েকটি মাস অনুপযুক্ত। সে সকল মাসগুলিতে উক্ত রাশির জাতক-জাতিকাদের বিয়ে করা উচিত নয়।

০৫ ১৯

এর কারণ হল, বিয়ে মানে যেমন মনের মিলন, তেমনই আত্মারও মিলন। বিয়ের পর দু’টি মানুষ একসঙ্গে থাকতে শুরু করেন। নিজেদের সুখ-দুঃখ, ভাল-খারাপ সমস্ত একে অপরের সঙ্গে ভাগ করে নেন। আমাদের আত্মার কারক হল রবি এবং হৃদয়ের কারক হল চন্দ্র।

০৬ ১৯

জন্মকালীন পরিস্থিতিতে চন্দ্র যে রাশিতে থাকে সেটি হয় আমাদের জন্মরাশি। অন্য দিকে, রবি তার গোচরকালে প্রত্যেকটি রাশিতে এক মাস করে থাকে। এ ভাবে ১২টি রাশিতে ১২ মাস থাকার পর সম্পূর্ণ হয় এক বছর। বিবাহকালীন সময়ে জন্মরাশি থেকে রবির অবস্থান দূরত্ব নির্ণয় করা আবশ্যক।

০৭ ১৯

বিবাহকালীন সময় জন্মরাশি থেকে রবি যদি অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তা হলে সমস্যা হতে পারে। সে কারণে নির্দিষ্ট কয়েকটি রাশির নির্দিষ্ট কয়েকটি মাসে বিয়ে করা উচিত নয়।

০৮ ১৯

মেষ রাশির ব্যক্তিদের অগ্রহায়ণ ও চৈত্র মাসে বিয়ে করা উচিত নয়।

০৯ ১৯

পৌষ মাস ও বৈশাখ মাস বৃষ রাশির বিয়ের জন্য উপযুক্ত নয়।

১০ ১৯

মিথুন রাশির জাতক-জাতিকারা মাঘ ও জ্যৈষ্ঠ মাস বাদে অন্যান্য মাসে বিয়ে করলে ভাল হয়।

১১ ১৯

ফাল্গুন ও আষাঢ় মাস দু’টি কর্কটের বিয়ের জন্য উপযুক্ত নয়।

১২ ১৯

সিংহ রাশির ব্যক্তিদের চৈত্র ও শ্রাবণ মাস দু’টিতে বিয়ে করা উচিত নয়।

১৩ ১৯

বৈশাখ ও ভাদ্র মাস কন্যা রাশির বিয়ের জন্য শুভ নয়।

১৪ ১৯

তুলা রাশির জাতক-জাতিকারা চেষ্টা করবেন জ্যৈষ্ঠ ও আশ্বিন মাসে বিয়ের তারিখ ঠিক না করতে।

১৫ ১৯

আষাঢ় ও কার্তিক মাস বৃশ্চিক রাশির ব্যক্তিদের বিয়ে করার জন্য উপযুক্ত নয়।

১৬ ১৯

ধনু রাশির বিয়ের জন্য অনুপযুক্ত মাস হল শ্রাবণ ও অগ্রহায়ণ।

১৭ ১৯

ভাদ্র ও পৌষ মাস মকর রাশির বিয়ের জন্য শুভ নয়।

১৮ ১৯

কুম্ভ রাশির জাতক-জাতিকারা চেষ্টা করবেন মাঘ ও আশ্বিন মাসে বিয়ের তারিখ ঠিক না করতে।

১৯ ১৯

কার্তিক ও ফাল্গুন মাসে বিয়ে করলে মীন রাশির ব্যক্তিদের বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement