Nepal's predicted New PM

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর! অগ্নিগর্ভ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী ভারত থেকে পড়াশোনা করা র‍্যাপার?

কে এই বলেন শাহ? তিনি কাঠমান্ডুর মেয়র। দেশের প্রধানমন্ত্রীর পদে নেপালি জনতার পছন্দের প্রার্থী। পেশায় ইঞ্জিনিয়ার বলেনের রাজনৈতিক উত্থান উল্কার গতিতে। ২০২২ সালে নির্দল প্রার্থী হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন বলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩
Share:
০১ ১৬

বিক্ষোভে উত্তাল নেপাল। বেশ কয়েকটি সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করার পর ছাত্র-যুবদের প্রতিবাদে অগ্নিগর্ভ নেপাল। দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু-সহ সে দেশের সর্বত্র। সোমবার ছাত্র-যুবদের বিক্ষোভে বেসামাল হয় রাজধানী। মঙ্গলবার সকাল থেকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের চাপের মুখে নতিস্বীকার করে পদত্যাগ করেন ওলি।

০২ ১৬

দেশজোড়া বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ওলি। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার ওলির সঙ্গে দেখা করেন এবং তাঁকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। ওলির বিরুদ্ধে দুর্নীতির স্লোগান ওঠে নেপাল জুড়ে। নেপালের একাধিক মন্ত্রীর বাড়িতে জ্বলে আগুন। একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement
০৩ ১৬

অস্থির পরিস্থিতির মাঝেই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ২১ জন সাংসদ গণইস্তফার সিদ্ধান্ত নেন। পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ডাক দিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের পরবর্তী শাসনভার কার হাতে তুলে দেওয়া হবে সেই নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে। অস্থির সময়ে বিক্ষোভ, অবস্থান, প্রতিবাদের আবহে নেপালি জনগণের মুখ হয়ে উঠছেন বলেন্দ্র শাহ বা বলেন।

০৪ ১৬

কে এই বলেন শাহ? তিনি কাঠমান্ডুর মেয়র। দেশের প্রধানমন্ত্রীর পদে নেপালি জনতার পছন্দের প্রার্থী। পেশায় ইঞ্জিনিয়ার বলেনের রাজনৈতিক উত্থান উল্কার গতিতে। ২০২২ সালে নির্দল প্রার্থী হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন বলেন। মেয়র নির্বাচনে শাসকদলের বাঘা বাঘা প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করে জয় ছিনিয়ে নেন বলেন।

০৫ ১৬

বলেন্দ্র কাঠমান্ডুর ১৫তম মেয়রপদে জয়লাভ করার পর তরুণ প্রজন্মের কাছে বৈগ্রহিক হয়ে ওঠেন। তাঁকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভাবতে শুরু করেছেন নেপালের তরুণ-তুর্কিদের একাংশ। এখন তাঁকেই কেপি শর্মা ওলির আসনে চাইছে নেপালের জেন জ়ি। নেপালের সমাজমাধ্যম, বিশেষ করে ফেসবুক পোস্টগুলি বলেনের সমর্থনে ভরে উঠেছে।

০৬ ১৬

বলেন্দ্রের পড়াশোনা নেপালের ভিএস নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুল থেকে। হিমালয়ান হোয়াইটহাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্নাটকের বিশ্বেশ্বরীয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ভিটিইউ) থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলেন্দ্র।

০৭ ১৬

তরুণ-যুব সমাজের দাবি, বলেন মেয়রপদের দায়িত্ব ত্যাগ করে উচ্চস্তরের রাজনীতির আঙিনায় পদার্পণ করুন। জাতীয় নেতৃত্ব গ্রহণ করুন। তাঁকে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার আহ্বান জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। তাঁরা চাইছেন, বলেনের মতো তরুণ প্রশাসক নেপালের শাসনভার হাতে তুলে নিয়ে মুষ্টিমেয় তিনটি প্রধান ঐতিহ্যবাহী দলের শাসনতন্ত্রের অবসান ঘটান।

০৮ ১৬

সোমবার যে বিক্ষোভ হয়েছে, আপাতদৃষ্টিতে সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞাকেই তার কারণ বলে মনে হলেও, এটিই একমাত্র কারণ নয়। অনেকের মতে, নেপালে যা ঘটে চলেছে তা দীর্ঘ দিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ। নেপালের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাঁদের অনেকে ক্ষমতায় ছিলেন, অনেকে সরে গিয়েছেন। দুর্নীতিতে নাম জড়ানো ওই নেতাদের বেশির ভাগই ষাটোর্ধ্ব।

০৯ ১৬

নেপালে দীর্ঘ দিন ধরে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠাও এই বিক্ষোভের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এ ছাড়া নেপালের তরুণ প্রজন্মের সিংহভাগ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট। নেপালি তরুণদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকার অন্যতম কারণ কর্মসংস্থানের অভাব। কাজের সুযোগ না থাকায় নেপালি তরুণদের অনেকেই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

১০ ১৬

কয়েক জন তরুণ নেতা জনপ্রিয়তা অর্জন করেছেন নেপালে। তাঁদের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম অবদান ছিল সমাজমাধ্যমের। নেপাল সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ওই তরুণ নেতারাও। এঁদের মধ্যে ছিলেন বলেনও। কাঠমান্ডুর মেয়র সোমবার দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন।

১১ ১৬

সমাজমাধ্যমে তিনি তরুণদের সমাবেশের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বয়সের কারণে সমাবেশে যোগদানে বাধা থাকলেও ৩৩ বছর বয়সি মেয়র ফেসবুক পোস্টে এই আন্দোলনের প্রতি তাঁর জোরালো সমর্থন জানিয়েছেন।

১২ ১৬

বলেন লিখেছেন, ‘‘যুবকদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে।’’ রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে এই আন্দোলনকে কাজে না লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথা তরুণ নেপালিদের মনে দাগ কেটেছে, যাঁদের অনেকেই তাঁকে দেশের প্রতিষ্ঠিত নেতৃত্বের রাজনৈতিক বিকল্প হিসাবে দেখেন।

১৩ ১৬

কাঠমান্ডুর পুরসভার দায়িত্বে থাকলেও সামাজিক কাজের সঙ্গেই নিজেকে যুক্ত রাখতে ভালবাসেন বলেন্দ্র। তরুণ রাজনীতিবিদ হিসাবে জনপ্রিয়তা লাভ করলেও আরও একটি পরিচয় আছে তাঁর। খ্যাতনামী র‌্যাপার হিসাবে নেপালে পরিচিত বলেন্দ্র।

১৪ ১৬

নেপালি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বলেন্দ্রর নাম জায়গা করে নিয়েছিল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজ়িনে। পৃথিবীর জনপ্রিয়তম ১০০ ব্যক্তিত্বের তালিকায় ঠাঁই পেয়েছিল তাঁর নাম। এমনকি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর মতো বিখ্যাত সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল বলেন্দ্রর নাম। সেই প্রতিবেদনে তাঁর স্বচ্ছতা এবং তৃণমূল পর্যায়ের রাজনীতির প্রশংসা করা হয়েছে।

১৫ ১৬

নেপালের সাধারণ মানুষের মতে, মেয়রপদে এসে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন বলেন্দ্র। শহরের রাস্তা পরিষ্কার করা, পাবলিক স্কুলের উন্নতি এবং কর ফাঁকি দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও দু’বার ভাবেননি তরুণ নেতা, এমনটাই দাবি সে দেশের সংবাদমাধ্যমের।

১৬ ১৬

তরুণ নেপালিদের সেই একাংশের মধ্যে বলেন্দ্রর মতো যুবনেতাদের জনপ্রিয়তা বাড়ছে, যাঁরা এক বিশেষ রাজনৈতিক শ্রেণির প্রতি হতাশ। সেই সব পর্যায়ের রাজনীতিকে তাঁরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে বলে মনে করেন। তাই হাজার হাজার ছাত্র-যুবকে নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেক স্কুলপড়ুয়াও ছিল। অন্তত পোশাক দেখে তেমনই অনুমান। শুধু রাজধানী শহরেই নয়, বিক্ষোভ-বিদ্রোহের আঁচ ছড়িয়েছিল নেপালের অন্যত্রও। সোমবারের ওই বিক্ষোভে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

ছবি: রয়টার্স এবং সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement