অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, তাঁরাই স্টার। আগাম আয়কর দিয়ে দেশের উন্নয়নে গতি আনার ক্ষেত্রেও পিছিয়ে নেই বলিউড তারকারা। দেশের সবচেয়ে বেশি আয়কর দেওয়া ব্যক্তিদের তালিকায় উপরের দিকেই থাকে এই সব তারকাদের নাম। ২০১৫-১৬ আর্থিক বছরে আগাম আয়কর দেওয়ার ক্ষেত্রে যে সব বলিউড তারকারা তালিকার উপরের দিকে রয়েছেন জেনে নেব তাঁদের নাম।