৮৭৭ পয়েন্ট পেয়ে চার নম্বরে এ বি ডিভিলিয়ার্স।
সদ্য প্রকাশ পেয়েছে টেস্টে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়। গত বছরের তুলনায় চার ধাপ উঠে ১১ নম্বরে প্রথম ভারতীয় হিসাবে রয়েছেন আজিঙ্ক রাহানে। আরও নীচে রয়েছেন অধিনায়ক কোহলি, পূজারা, বিজয়রা। এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮৯৯। দশ পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে চলতি সিরিজে অসাধারণ ফর্মে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকার প্রথম ছয় ক্রিকেটারকে।