যে সব পাহাড়চুড়োয় আজও পা রাখতে পারেনি মানুষ

সম্প্রতি নাঙ্গা পর্বত জয় করলেন পাকিস্তান, স্পেন এবং ইতালির তিন অভিযাত্রী। পাক-অধিকৃত কাশ্মীরে আছে নবম উচ্চতম পর্বত-শিখর নাঙ্গা পর্বত। এই প্রথম শীতে নাঙ্গা পর্বত জয় করলেন অভিযাত্রীরা। স্পেনের আলেক্স জিকন, পাকিস্তানের আলি সদপারা এবং ইতালির সিমন মোরো এই রেকর্ড করেন। আট হাজার ১২৫ মিটার উঁচু নাঙ্গা পর্বতে অভিযান চালানো খুবই কঠিন। তাই আদর করে এই পাহাড়কে ‘কিলার মাউন্টেন’ বলে ডাকেন অভিযাত্রীরা। এর আগে এই পাহাড়ে অভিযান চালাতে গিয়ে ৩০ জনের অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ২০১৩ সালে বেস ক্যাম্পে জঙ্গি হামলায় মৃত্যু হয় নয় বিদেশি অভিযাত্রী-সহ দশ জনের। গ্যালারিতে অভিযাত্রীরা পা না রাখা পাহাড়ের কয়েক ঝলক।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৫
Share:

চিনে আছে কৈলাস পর্বত। ছয় হাজার ৬৩৮ মিটার উঁচু পাহাড়টিকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মে পবিত্র বলে মানা হয়। <br>হিন্দু ধর্মে শিব ঠাকুরের বাসস্থান বলে মানা হয় এই পাহাড়কে। ধর্মীয় কারণেই এই পাহাড়ে চড়া এড়িয়ে চলেন পর্বতারোহীরা। <br>আটের দশকে চিন অনুমতি দিলেও রেইনহোল্ড মেসলার নামে এক অভিযাত্রী এই পাহাড়ে উঠতে চাননি।

সম্প্রতি নাঙ্গা পর্বত জয় করলেন পাকিস্তান, স্পেন এবং ইতালির তিন অভিযাত্রী। পাক-অধিকৃত কাশ্মীরে আছে নবম উচ্চতম পর্বত-শিখর নাঙ্গা পর্বত। এই প্রথম শীতে নাঙ্গা পর্বত জয় করলেন অভিযাত্রীরা। স্পেনের আলেক্স জিকন, পাকিস্তানের আলি সদপারা এবং ইতালির সিমন মোরো এই রেকর্ড করেন। আট হাজার ১২৫ মিটার উঁচু নাঙ্গা পর্বতে অভিযান চালানো খুবই কঠিন। তাই আদর করে এই পাহাড়কে ‘কিলার মাউন্টেন’ বলে ডাকেন অভিযাত্রীরা। এর আগে এই পাহাড়ে অভিযান চালাতে গিয়ে ৩০ জনের অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ২০১৩ সালে বেস ক্যাম্পে জঙ্গি হামলায় মৃত্যু হয় নয় বিদেশি অভিযাত্রী-সহ দশ জনের। গ্যালারিতে অভিযাত্রীরা পা না রাখা পাহাড়ের কয়েক ঝলক।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• এ পথে যাওয়া মানা...

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন